ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার ইউক্রেনে যাচ্ছে ‘বিষকাঁটা’

প্রকাশিত: ০৬:৩১, ১০ ডিসেম্বর ২০১৬

এবার ইউক্রেনে যাচ্ছে ‘বিষকাঁটা’

সংস্কৃতি ডেস্ক ॥ বীরাঙ্গনাদের বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত বাংলাদেশী প্রামাণ্যচিত্র বিষকাঁটা (দ্য পয়জন থোর্ন) বিশ্বের বেশ কয়েকটি গুরুপূর্ণ উৎসবে আমন্ত্রণ পায়। সর্বশেষ বাগদাদ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে প্রতিযোগিতা বিভাগে অর্জন করেছে পুরস্কার। ফারজানা ববির প্রামাণ্যচিত্রটি এবার প্রদর্শিত হবে ইউক্রেইনের কাইয়েবে। গত ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া ইকুয়েলিটি ফিল্ম ফেস্টিভ্যালে ‘বিষকাঁটা প্রদর্শিত হবে। এ উৎসবটি সংস্কৃতি, সৃজনশীলতা এবং সামাজিক বিভিন্ন কর্মকা-কে তুলে ধরে যাতে বিশ্বের বিভিন্ন জাতির মানুষের মধ্যে ভেদাভেদ না থেকে একতা তৈরি হয়। উৎসবটি শেষ হবে আগামীকাল ১১ ডিসেম্বর। খনা টকিজের ব্যানারে এবং রুবাইয়েত হোসাইনের প্রযোজনায় ফারজানা ববির পরিচালনায় এই প্রামাণ্যচিত্রে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো বেঁচে থাকা ৩ মহীয়সী নারীর গল্প তুলে ধরা হয়েছে। নিদারুণ যন্ত্রণার নীরবতা তাদের কণ্ঠে পুনরুত্থিত হয়েছে। এতে দেখানো হয়েছে তাদের ব্যথা বেদনার কথা। যদিও যুদ্ধ শেষ হয়েছে, এরপরেও ব্যথা এবং ধর্ষণের কলঙ্ক নিয়ে তাদের ভেতর অন্য কেউ বাস করে চলছে। স্বাধীনতার এত সময় পরেও তারা এটাই মনে করছেন। যে নারীরা যুদ্ধ করেছেন, ধর্ষিতা হওয়ার পর সমাজে এখনও সম্মানের সঙ্গে বাঁচার জন্য সংগ্রাম করছেন, তারা বীরাঙ্গনা। রঞ্জিতা ম-ল, হালিমা খাতুন, রম চৌধুরী এই তিনজন বীরাঙ্গনার সংগ্রাম-অভিযোগ আর জীবনের গল্প নিয়েই ‘বিষকাঁটা’ প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে।
×