ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯৭

প্রকাশিত: ০৪:০৬, ৮ ডিসেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯৭

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আচেহ্ প্রদেশে বুধবার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯৭ জনের প্রাণহানি ও কয়েকশ’ মানুষ আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ৫। খবর এএফপির। পিডি জায়া জেলায় বুধবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় অনেকে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। ভূমিকম্পে মেউরেউদু শহরের কয়েকটি মসজিদ ও দোকান মাটির সঙ্গে মিশে গেছে। ভূমিকম্পের সময় বহু মানুষ আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পের সময় কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান পুতেহ মানাফ বলেন, আহত অসংখ্য লোককে এলাকার একমাত্র হাসপাতালে গাদাগাদি করে রাখা হয়েছে। তিনি এএফপিকে বলেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ভূমিকম্পে ৯৭ জন মারা গেছে এবং আনুমানিক কয়েকশ’ লোক আহত হয়েছে। স্থানীয় ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইস্কান্দার আলিও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ অপসারণে ভারি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয় বাসিন্দাদের অনেকে রাস্তায় অবস্থান করছেন। তাদের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ভূমিকম্প পরবর্তী কম্পনের আশঙ্কায় তারা বাড়ি ফিরে যেতে ভয় পাচ্ছেন। মেউরেউদুর বাসিন্দা হাসবি জায়া (৩৭) জানান, শক্তিশালী ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ডেপুটি ডিস্ট্রিক্ট চিফ বলেন, নিহতদের মধ্যে অন্তত ৭ শিশু রয়েছে। অস্ট্রেলিয়ায় বজ্রপাতে মার্কিন পর্যটকের মুত্যু অস্ট্রেলিয়ার একটি পর্বতে অবস্থানকালে বজ্রপাতে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসে ২৪ বছর বয়সী ওই ব্যক্তির তাঁবুর ওপর থাকা গাছে বজ্রপাত হলে তাৎক্ষণিকভাবে তিনি মারা যান। খবর বিবিসির। স্থানীয় গণমাধ্যমে ওই ব্যক্তির নাম স্যাম বেট্টি বলে উল্লেখ করা হয়েছে। তিনি নিউইয়র্কের বাসিন্দা ছিলেন। তার মেয়েবন্ধু মিশেল সিগালাও ওই সময় তাঁবুতে ছিলেন। তিনি মাথায় ও ঘাড়ে আঘাত পেয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আট সপ্তা আগে এই দুই পর্যটক অস্ট্রেলিয়াতে আসেন।
×