ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিএসজির জার্সিতে কাভানির সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:০২, ২ ডিসেম্বর ২০১৬

পিএসজির জার্সিতে কাভানির সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বুধবার ফ্রেঞ্চ লীগ ওয়ানে তারা ২-০ গোলে হারিয়েছে এ্যাঞ্জার্সকে। প্রতিপক্ষের বিরুদ্ধে এদিন একটি করে গোল করেন এডিনসন কাভানি এবং থিয়াগো সিলভা। এ্যাঞ্জার্সের বিপক্ষে গোলের সৌজন্যেই নতুন মাইলফলক স্পর্শ করেন পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। ফ্রেঞ্চ লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির জার্সিতে ১০০তম গোলের রেকর্ড গড়েন তিনি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এদিন এ্যাঞ্জার্সকে আতিথেয়তা জানায় পিএসজি। তবে সিলভা-কাভানির দৃঢ়তায় সহজ জয় তুলে নেয় উনাই এমরির শিষ্যরা। ম্যাচ শুরুর ৩৪ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা থিয়াগো সিলভা। আর দ্বিতীয়ার্ধের উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি দলের জয়ের ভূমিকা ?রাখেন। ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই মৌসুমে এটি তার ১৯তম গোল। বিনিময়ে খেলেছেন ১৮টি। শুধু তাই নয়, পিএসজির হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এদিন শততম গোলের মাইলফলকও স্পর্শ করেন কাভানি। ২০১৩ সালে ইতালিয়ান সিরি’এ লীগের ক্লাব নেপোলি ছেড়ে ফ্রেঞ্চ লীগ ওয়ানে যোগ দেন তিনি। রেকর্ড ৬৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে নতুন করে ঠিকানা গড়েন এই উরুগুইয়ান। তবে ক্লাবের আস্থার প্রতিদান দিতে মোটেই ভুল করেননি তিনি। বুধবার এ্যাঞ্জার্সের বিপক্ষে গোল করার পর বর্তমানে পিএসজির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছেন কাভানি। এমন মাইলফলকের পর কাভানির সামনে রয়েছেন এখন মাত্র দু’জন। সর্বোচ্চ ১৫৬ গোল করে শীর্ষে আছেন জ¬াতান ইব্রাহিমোভিচ। অসাধারণ সব সাফল্য উপহার দেয়ার পর গত মৌসুমেই পিএসজিকে বিদায় বলে দেন তিনি। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আলো ছড়াচ্ছেন এই সুইডিশ স্ট্রাইকার। ইব্রাহিমোভিচের পরই অবস্থান পর্তুগীজ তারকা পাউলেতার। বর্তমানে তার গোলের সংখ্যা ১০৯। এ্যাঞ্জার্সের বিপক্ষে জয়ের ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানের দ্বিতীয় স্থানে অবস্থান করছে পিএসজি। মৌসুমের প্রথম ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। সমান সংখ্যাক ম্যাচ খেলেও তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে নিস। দুই পয়েন্ট কম নিয়ে তিনে রয়েছে আরেক শক্তিশালী দল মোনাকো। ফ্রেঞ্চ লীগ ওয়ানে গত কয়েক মৌসুম ধরেই রাজত্ব করছে পিএসজি। ডেভিড বেকহ্যাম-জ¬াতান ইব্রাহিমোভিচের মতো তারকা ফুটবলারদের নিয়ে ক্লাব ফুটবলে রীতিমতো চমকেই দেয় পিএসজি।
×