ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যেকোন মূল্যে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখবে সরকার ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ২২:১১, ১ ডিসেম্বর ২০১৬

যেকোন মূল্যে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখবে সরকার ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকার যেকোনো মূল্যে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো- ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) নবনির্বাচিত সভাপতি আহমেদ রশিদ লালী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান প্রমুখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেয়ারবাজার মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী বলেন, পুঁজিবাজারে সরকারকে দৃষ্টি দিতে হবে। যেকোনো মূল্যে বাজার স্থিতিশীল রেখেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তিনি বলেন, একটি দেশের উন্নয়নের জন্য পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি রাষ্ট্রের উন্নতির পেছনে পুজিবাজার বড় অবদান রাখে। আমাদের বাজারও অর্থনীতিতে ভূমিকা রাখছে।
×