ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তঃজেলা ভলিবলে চ্যাম্পিয়ন সাতক্ষীরা

প্রকাশিত: ০৬:১৪, ১ ডিসেম্বর ২০১৬

আন্তঃজেলা ভলিবলে চ্যাম্পিয়ন সাতক্ষীরা

স্পোর্টস রিপোর্টার ॥ ভোলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘প্রিয় গ্রুপ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা দল। ফাইনালে তারা ভোলা জেলা দলকে ৪-১ সেটে হারায়। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন নুরুন্নবী চৌধুরী শাওন (সংসদ সদস্য, ভোলা-৩)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এএইচ আসলাম সানি ও ভোলা জেলার পুলিশ সুপার মোকতার হোসেন। বাংলাদেশের জুুয়েল ও সৈকত শেষ চারে এশিয়ান সিরিজ টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে চলমান ‘বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা’য় বুধবার বালক এককের কোয়ার্টার ফাইনালের খেলায় জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের দুই প্রতিযোগী জুয়েল রানা এবং সৈকত শাহরিয়ার। জুয়েল ৬-২, ৪-৬, ৬-৩ গেমে দক্ষিণ কোরিয়ার ডোজেন পার্ককে এবং সৈকত ৬-৭, ৬-৪, ৬-১ গেমে স্বদেশী তামিম বিন জাহিদকে হারায়। অপর ম্যাচে ভারতের লেস্টন ভাস বাংলাদেশের উৎস জুবাইদকে এবং লাওসের ফাঠিকন কানিয়াফান সিঙ্গাপুরের তিমোথি লিমকে হারিয়ে শেষ চারে উন্নীত হয়। এছাড়া বালিকা এককের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বোইয়ং জেং স্বদেশী মি সেং সিমকে, দক্ষিণ কোরিয়ার হা ইং রাইউ স্বদেশী মিন চিও জাংকে, দক্ষিণ কোরিয়ার হাইরিম জাং স্বদেশী জিন সোল ইয়ংকে এবং ফিলিপাইনের রেনি ম্যারি অচেনা বাংলাদেশের জেরিন সুলতানা জলিকে হারিয়ে সেমিতে উন্নীত হয়। মার্সেল দাবা লীগে একসেস চেস ক্লাব শীর্ষে স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল প্রথম বিভাগ দাবা লীগে’র অষ্টম রাউন্ডের খেলা শেষে একসেস চেস ক্লাব ৭ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। হাসান মেমোরিয়াল চেস ক্লাব ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং শেখ রাসেল চেস ক্লাব ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবাকক্ষে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় একসেস চেস ক্লাব ২-২ পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবের সঙ্গে ড্র করে। হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৪-০ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে, মহাখালী প্রদীপ সংঘ ২.৫-১.৫ পয়েন্টে অগ্রণী ব্যাংক দাবা দলকে এবং বশির মেমোরিয়াল চেস ক্লাব ৩-১ পয়েন্টে দেবদাস বিশ^াস স্মৃতি সংসদকে হারায়। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নবম ও শেষ রাউন্ডের খেলা। মোহাম্মদ হাফিজ নিষেধাজ্ঞা মুক্ত স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিংয়ের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। আন্তর্জাতিক ক্রিকেটে এখন থেকে নিয়মিত বোলিং করতে পারবেন তিনি। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেয়ার পর হাফিজের বোলিং এ্যাকশন বৈধ বলে ঘোষণা করে আইসিসি। ২০১৫ সালের জুলাইয়ে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে কেবল বোলিং থেকে নিষিদ্ধ হন। এক বছর পরই নতুন করে পরীক্ষা দেয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন বলে তখন জানিয়ে দেয়া হয়। মেয়াদ শেষ হওয়ার পরই পুনঃপরীক্ষার আবেদন করেন এবং এরপর যে প্রক্রিয়া, তা শেষ হলো অবশেষে। শেষ পর্যন্ত হাফিজের বোলিং এ্যাকশন বৈধ বলে ঘোষণা দিল আইসিসি। সর্বশেষ ২০১৫ সালের জুলাইয়ে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং করতে গিয়েই অবৈধ এ্যাকশনের জন্য অভিযুক্ত হন। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় বারেরমত অভিযুক্ত হওয়ার কারণে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন।
×