ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

বেপরোয়া প্রেমের উদ্দাম প্রকাশ বেফিকরে

প্রকাশিত: ০৫:১৭, ১ ডিসেম্বর ২০১৬

বেপরোয়া প্রেমের উদ্দাম প্রকাশ বেফিকরে

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি। মিষ্টি প্রেমের ছবিটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এ ছবির মাধ্যমে মাত্র ২৩ বছর বয়সে চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আদিত্য চোপড়া। এর আগে বাবা বলিউডের প্রখ্যাত চিত্রপরিচালক প্রযোজক ইয়াশ চোপড়ার সহকারী হিসেবে কাজ করতে করতে নিজেকে অনেকটাই অভিজ্ঞ করে তুলেছিলেন আদিত্য। এত অল্প বয়সে মস্তবড় একটি সুপারডুপারহিট ছবি পরিচালনা করে চমকে দিয়েছিলেন তিনি সবাইকে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের পর আদিত্য চোপড়া গুনে গুনে মাত্র দুটি ছবি পরিচালনা করেছেন। ছবিগুলো হলো ‘মোহাব্বাতে এবং ‘রাব দেবানাদি জোড়ি।’ বলাবাহুল্য, পরিচালক হিসেবে তিনটি ছবিতেই তিনি যথেষ্ট দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। আদিত্য চোপড়া মূলত ছবি প্রযোজনায় নিজেকে বেশি ব্যস্ত রাখায় পরিচালনার কাজটি নিয়ে তেমন মাথা ঘামাতে পারেন না। তাছাড়া বাবা প্রখ্যাত চিত্রনির্মাতা ইয়াশ চোপড়ার মৃত্যুর পর পুরো দায়-দায়িত্ব নিজের মাথায় নিতে হয়েছে আদিত্যকে। তিনি এখন বলিউডের বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মের হর্তাকর্তা। তার অনেক কিছুই দেখাশোনা করতে হয়। ৮ বছর আগে আদিত্য চোপড়া পরিচালনা করেছিলেন ‘রাবণে বানাদি জোড়ি’ ছবিটি। যেখানে বলিউড কিং শাহরুখ খানের পর্দা প্রেমিকা হিসেবে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল আনুস্কা শর্মার। গত ৮ বছরে অনেকবার ছবি পরিচালনায় আদিত্য চোপড়ার ফিরে আসার খবর শোনা গেলেও তা বাস্তবে রূপ লাভ করেনি। ২০১৬ সালের শেষ প্রান্তে আদিত্য চোপড়া তার পরিচালিত চতুর্থ ছবি ‘বেফিকরে’ নিয়ে উপস্থিত হচ্ছেন। এক জোড়া তরুণ-তরুণীর উদ্দাম বেপরোয়া প্রেম কাহিনী নিয়ে আবর্তিত আধুনিক এ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৯ ডিসেম্বর। ছবিটি মুক্তির আগেই বলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউবে ‘রেফিকরে’ ছবির ট্রেলর এবং গান দেখানো শুরু হতেই দর্শক নড়েচড়ে বসেন। কেয়ার ফ্রি টাইপের একজোড়া স্মার্ট তরুণ-তরুণীর খোলামেলা উদ্দাম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং বাণী কাপুর। এ ছবিতে রণবীর অভিনয় করেছেন দিল্লীর এক বেকার যুবক ধরমের ভূমিকায়। কাজের সন্ধানে ধর্মের অনেকটা এ্যাডভেঞ্চার মনোভাব নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যায়। সেখানে যাওয়ার পর ঘটনাচক্রে তার সঙ্গে পরিচয় হয় সায়বার সঙ্গে। ভারতীয় বংশোদ্ভূত এই ফরাসী তরুণীর সংস্পর্শে আসার পর ধর্মের জীবনধারা পাল্টে যায়। তারা দুজন পরস্পরের প্রতি আকৃষ্ট হয় এবং এক সময়ে উদ্দাম বেপরোয়া প্রেমে মেতে ওঠে। তারা ইচ্ছেমতো প্রেমের স্বাদ গ্রহণ করলেও এক পর্যায়ে উপলব্ধি করে প্রেম-ভালবাসার ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থাটাই মুখ্য বিষয়। এগুলো ছাড়া প্রেম-ভালবাসা টিকিয়ে রাখা যায় না। গত বছরের সেপ্টেম্বরে আদিত্য চোপড়া তার পরিচালিত নতুন ছবিটির নাম ঘোষণা করেন। রণবীর সিংয়ের বিপরীতে কাস্ট করা হয় বাণী কাপুরকে। রণবীর এবং বাণী দু’জনই আদিত্য চোপড়াদের ব্যানার ইয়াশরাজ ফিল্মসের আবিষ্কার। রণবীর সিং ইতোমধ্যেই হিন্দী সিনেমার অঙ্গনে একজন জনপ্রিয় সফল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইয়াশরাজ ফিল্মস ছাড়াও পরিচালক সঞ্জয়লীলা বানসালির ছবিগুলোতে একের পর এক অভিনয় করে যাচ্ছেন। বাণী কাপুরও ইয়াশরাজ ফিল্মসের ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবির মাধ্যমে কয়েক বছর আগে বলিউডে পা ‘রেখেছিলেন। ওই ছবিতে সুশান্ত সিংরাজপুত এবং পরিণীতি চোপড়ার সঙ্গে তাকে দেখা গিয়েছিল প্রধান একটি চরিত্রে। প্রথম অভিনীত ছবিতেই দর্শক সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেছিলেন মডেলিং এবং টিভি পর্দা থেকে আসা ট্যুরিজমের ওপর পড়াশোনা করা সুন্দরী তরুণী বাণী কাপুর। ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিতে নিজেকে দারুণ সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন তিনি। ফলে সেরা নতুন মুখের অভিনেত্রী হিসেবে বলিউডের অস্কার ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড লাভ করেন প্রথম অভিনীত ছবিতে নিজেকে যোগ্য এবং সফল প্রমাণ করলেও গত দুই বছরে বাণীকে নতুন কোন বলিউডি ছবিতে দেখা যায়নি। মাঝখানে কসমেটিক সার্জারির মাধ্যমে নিজের চেহারায় কিছুটা পরিবর্তন এনেছেন বাণী কাপুর। যা তাকে সমালোচনার পাত্রী করেছে। যদিও মাঝখানে দক্ষিণী তামিল তেলেগু সিনেমায় কাজ করেছেন তিনি। হিন্দী সিনেমায় আবার ফিরতে তার কয়েকটি বছর লেগে গেছে। এ প্রসঙ্গে বাণী বলেন, আমি চাইলে আরও ছবিতে কাজ করতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম মনের মতো একটি চরিত্র যাতে অভিনয় করে পরিতৃপ্ত হতে পারব। ‘বেফিকরে’র সায়রা চরিত্রটি আমাকে প্রবলভাবে আকৃষ্ট করেছে আসলে আমি এমন একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম। দর্শক এ ছবিতে নতুন এক বাণীকে আবিষ্কার করবেন। আমি এটা নিশ্চিত করে বলতে পারি, যারা আমরা কসমেটিক সার্জারির পর আজেবাজে মন্তব্য করেছিলেন ‘বেফিকরে’ ছবিতে আমি, তার জবাব দিতে চেষ্টা করেছি। বলা যায়, আমার মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ ছিল। ‘বেফিকরে’ ছবি সম্পর্কে এ ছবির প্রধান তারকা রণবীর সিং অনেকটা উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘এটা বর্তমান সময়ের প্রতিচ্ছবি, সমসাময়িক তরুণ-তরুণীদের রোমাঞ্চের বাস্তবচিত্র প্রেমের সম্পর্ক গড়ার ক্ষেত্রে তাদের বেপরোয়া মনোভাবের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। দর্শক এ ছবির গল্পে নিজেদের খুঁজে পাবেন। আমি বাণী কাপুরের সঙ্গে প্রথম অভিনয় করতে গিয়ে ভীষণ উত্তেজনা শিহরণ বোধ করেছি প্যারিসে একটানা ৫০ দিন শুটিং করেছি আমরা, এ ছবিতে প্রেমিক-প্রেমিকা সেজে উদ্দাম রোমাঞ্চ করতে গিয়ে সত্যি সত্যি বেপরোয়া হয়ে উঠেছিলাম আমরা’।
×