ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী কেনাকাটায় নাগরিকদের সম্পৃক্ততা বিষয়ক জাতীয় সেমিনার কাল

প্রকাশিত: ০২:০২, ৩০ নভেম্বর ২০১৬

সরকারী কেনাকাটায় নাগরিকদের সম্পৃক্ততা বিষয়ক জাতীয় সেমিনার কাল

স্টাফ রিপোর্টার ॥ সরকারী কেনাকাটায় (পাবলিক প্রকিউরমেন্ট) নাগরিকদের সম্পৃক্ত করা বিষয়ক একটি জাতীয় সেমিনার বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট(সিপিটিইউ) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) যৌথভাবে এ সেমিনারের যৌথ আয়োজক। সিরাজগঞ্জ ও রংপুর জেলার চার উপজেলায় সরকারী কেনাকাটায় নাগরিকদের সম্পৃক্ততা বিষয়ক পাইলট কর্মসূচির প্রাপ্ত তথ্য পর্যালোচনা করাই সেমিনারের উদ্দেশ্য। এছাড়া সেমিনারে প্রকিউরমেন্টে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তৃতীয় পক্ষ হিসেবে নাগরিকদের আরও কার্যকর অংশগ্রহণ বিষয়ে পরামর্শও নেয়া হবে। আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, এমপি। এছাড়া বিশেষ অতিথি থাকবেন বিশ্বব্যাংকের বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। স্বাগত বক্তব্য রাখবেন সিপিটিইউ মহাপরিচালক মোঃ ফারুক হোসেন। পাইলটিং কর্মসূচিতে প্রাপ্ত তথ্য উপস্থাপন করবেন বিআইজিডির কর্মকর্তা ড. মির্জা হাসান।
×