ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএল চুক্তির অর্থ কর্তন

মাঠের বাইরেও শৃঙ্খলা ভঙ্গ সাব্বির-আল আমিনের

প্রকাশিত: ০৪:৩৩, ৩০ নভেম্বর ২০১৬

মাঠের বাইরেও শৃঙ্খলা ভঙ্গ সাব্বির-আল আমিনের

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যেই ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনেছেন সাব্বির রহমান। এবার আরও বড় ধরনের আর্থিক দ-ের মুখোমুখি হয়েছেন তিনি। কারণটা মাঠের বাইরের। তার বিরুদ্ধে অভিযোগ মাঠের বাইরেও শৃঙ্খলা ভেঙ্গেছেন। এ কারণে বিপিএল গবর্নিং কাউন্সিল সাব্বিরের চুক্তির অর্থের ৩০ শতাংশ কর্তনের সিদ্ধান্ত জানিয়েছে। তিনি ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ৪০ লাখ টাকায় রাজশাহী কিংসের হয়ে খেলছেন। একই অভিযোগে বরিশাল বুলসের পেসার আল আমিন হোসেনের চুক্তির ৫০ ভাগই কর্তন করা হয়েছে। তিনি ‘এ’ ক্যাটাগরিতে ২৫ লাখে এবার খেলছিলেন বরিশাল বুলসের হয়ে। ইতোমধ্যেই চলতি বিপিএলে ম্যাচের মধ্যে অখেলোয়াড়োচিত আচরণের কারণে রংপুরের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। সোমবার রংপুর-রাজশাহীর ম্যাচে এ দু’জনের আচরণ ছিল আইসিসির আচরণবিধি লঙ্ঘনের সমতুল্য। আউট হয়ে সাজঘরে ফেরার সময় সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাতই করে বসলেন শাহজাদ। ব্যাটের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন সাব্বির। শাহজাদের আচরণ পুরোপুরি ছিল বিধির লঙ্ঘন আর সাব্বির অত্যধিক ভঙ্গি করেছেন। এ কারণে সাব্বিরের ওইদিনের ম্যাচ ফি থেকে ১৫ ভাগ কর্তন করা হয়। আর এদিন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় লিয়াম ডসনকে ম্যাচ ফি থেকে ৩০ শতাংশ কেটে নেয়া হয়। আবার পাকিস্তানের জরিমানা স্পোর্টস রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে সেøা-ওভার রেটের (নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারা) কারণে একম্যাচের জন্য নিষিদ্ধ হন নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল হক। হ্যামিল্টনের দ্বিতীয় টেস্টে তাই দায়িত্ব পালন করেন আজহার আলি। বিপদ পাকিস্তানের পিছু ছাড়েনি। টানা দুই হারে নিউজিল্যান্ডের কাছে ২-০তে ‘হোয়াইটওয়াশ’ সফরকারীরা। এবার নেতৃত্বের প্রথম মিশনেই সেøা-ওভার রেটের খড়গে পড়েছেন আজহার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অধিনায়ক আজহারকে ম্যাচ ফির ১০০ ভাগ ও দলের বাকি খেলোয়াড়দের ৫০ ভাগ করে জরিমানা করেছে। নিয়ম অনুযায়ী বছরে দু’বার সেøা-ওভার রেট করলে অধিনায়ককে একম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। যেটা হয়েছে মিসবাহর বেলায়। অবশ্য শ্বশুরের মৃত্যুতে দেশে ফিরে যাওয়ায় এমনিতে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারতেন না। হামিদের সিরিজ শেষ স্পোর্টস রিপোর্টার ॥ হাতের ইনজুরিতে পড়ে ভারত সফরে সিরিজের মাঝপথে ছিটকে গেলেন হাসিব হামিদ। মোহালির তৃতীয় ম্যাচে প্রথম ইনিংসে পাওয়া চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ওপেনিং করতে পারেননি।
×