ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-রংপুর, কুমিল্লা-রাজশাহী মুখোমুখি আজ

প্রকাশিত: ০৪:৩৩, ৩০ নভেম্বর ২০১৬

ঢাকা-রংপুর, কুমিল্লা-রাজশাহী মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ চারে ওঠার লড়াইটা দারুণ জমে উঠেছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০)। এখন পর্যন্ত লড়াই থেকে ছিটকে যায়নি কোন দলই। এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ঢাকা ডায়নামাইটস। সমান ম্যাচে ১০ পয়েন্ট করে নিয়ে ভালভাবেই শেষ চারে ওঠার ড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। তবে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সও আশার ক্ষীণ আলোটা জ্বালিয়ে রেখেছে। লড়াইয়ে টিকে থাকার জন্য আজও জিততে হবে তাদের। আজ সন্ধ্যা পৌনে ৬টায় কুমিল্লার প্রতিপক্ষ রাজশাহী কিংস। প্রথম সাক্ষাতে কুমিল্লার কাছে হেরে যাওয়া রাজশাহী তারপর টানা ৪ জয় তুলে নিয়ে আজ প্রতিশোধ নিতেই নামবে। দুপুর ১টায় নিজেদের শীর্ষস্থান অটুট রাখার লড়াইয়ে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। আর টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় রংপুর। এ দুটি ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টানা তিনটি ম্যাচ হেরেছে রংপুর রাইডার্স। তবে দলের সবাই বেশ উজ্জীবিত মনোভাবেই আছে বলে জানিয়েছেন অধিনায়ক নাঈম ইসলাম। তিনি মনে করেন দলের বোলিং শক্তিটা বেশ ভাল, ব্যাটিংয়েও তেমন দুর্বলতা নেই। আগামী কয়েকটা ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচনা করছেন তিনি। কারণ শেষ চারে ওঠার জন্য দ্রুতই ফিরে আসতে হবে জয়ের ধারায়। আজ তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ঢাকা। চট্টগ্রাম পর্বে শীর্ষস্থান হারানো দলটি আবার নিজেদের ফিরে পেয়েছে। চট্টগ্রামে টানা দুই হারের পর ঢাকায় ফিরতি পর্বে জিতেছে টানা দুটি ম্যাচ। ফলে শীর্ষ অবস্থানটা ফিরে এসেছে। পয়েন্ট টেবিলে এক কিংবা দুইয়েই অবস্থান করছে তারা। প্রথমপর্বে রংপুরকে কোন পাত্তাই দেয়নি ঢাকা, জিতেছে ৭৮ রানের বড় ব্যবধানে। এবারও সেটা ধরে রাখার প্রত্যয় তাদের। ইতোমধ্যেই দলে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল। ইনজুরির কারণে এক ম্যাচ খেলার পর আর খেলতে পারেননি তিনি। এবার খেলার জন্য পুরোপুরি ফিট আছেন তিনিÑ এমনটাই জানিয়েছেন দলের অলরাউন্ডার নাসির হোসেন। সে কারণে অবশ্য কিছুটা সমস্যায়ও পড়তে হবে ঢাকাকে একাদশ গঠনে। কারণ রাসেলকে নিতে হলে বাদ দিতে হবে যে কোন এক বিদেশীকে। সেক্ষেত্রে একাদশের বাইরে যেতে পারেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। আর রংপুরের জন্য এ ম্যাচটি আরেকটু কঠিন হয়ে যাবে ব্যাটিং লাইনআপে ইনফর্ম মোহাম্মদ শাহজাদ না থাকার কারণে। মাঠে শৃঙ্খলাভঙ্গের কারণে তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। তাকে ছাড়াই আজ ঢাকার মুখোমুখি হতে হবে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে ৫ নম্বরে অবস্থান রংপুরের। দিনের দ্বিতীয় ম্যাচে আরেকটি বাঁচা-মরার লড়াই মাশরাফি বিন মর্তুজার দল কুমিল্লার। গত আসরের চ্যাম্পিয়নরা ৮ ম্যাচে মাত্র ১ জয় তুলেছিল। মঙ্গলবার বরিশাল বুলসের কাছে হারলেই সবার আগে লীগপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যেত। সেই কঠিন পরিস্থিতির মুখে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে কুমিল্লা। এর আগে প্রথম জয়টি চট্টগ্রাম পর্বে রাজশাহীর বিরুদ্ধে ছিল ৩২ রানে। এবার ৮ উইকেটের বিশাল জয় পেয়ে যেন নিজেদের ফিরে পাওয়ারই ইঙ্গিত দিয়েছে তারা। বিশেষ করে টানা ৮ ম্যাচে ব্যর্থ অন্যতম ব্যাটিং স্তম্ভ ওপেনার ইমরুল কায়েস রানে ফিরে ৪৬ রানের একটি দারুণ ইনিংস উপহার দিয়েছেন। পাক ওপেনার আহমেদ শেহজাদও দারুণ এক ইনিংস খেলেছেন। আজ তারা সেটা ধরে রাখতে পারলে পুনরায় রাজশাহীকে হারিয়ে দেয়া অসম্ভব হবে না তাদের। আর জিততে মরিয়াই থাকবে মাশরাফির দল। তবে প্রতিশোধ নিতেই নামবে রাজশাহী। কুমিল্লার কাছে হারের পর অদম্য হয়ে উঠেছে ড্যারেন সামির দলটি। টানা চার জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে। শেষ চারে ওঠার লড়াইয়ে আরও শক্ত অবস্থানে যাওয়ার জন্য আজকেও জিততেই চাইবে দলটি। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারা আছে চার নম্বরে। আজকের জয়টা তাদের এগিয়ে দিতে পারে আরেক ধাপ। কিন্তু পরাজিত হলে ছন্দ হারানোর পাশাপাশি পিছিয়ে পড়তে হবে অনেকখানি।
×