ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় সাঁতার প্রতিযোগিতা সমাপ্ত, দলগত শ্রেষ্ঠত্ব বাংলাদেশ নৌবাহিনীর, শেষদিনে আরও ১১টি নতুন জাতীয় রেকর্ড

স্বর্ণজয়ে নাজমা, রেকর্ডে রোমানা সেরা

প্রকাশিত: ০৪:৩২, ৩০ নভেম্বর ২০১৬

স্বর্ণজয়ে নাজমা, রেকর্ডে রোমানা সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে জাতীয় সাঁতার প্রতিযোগিতা শেষ হয়েছে মঙ্গলবার। এদিন ১৩টি ইভেন্টের মধ্যে নতুন জাতীয় রেকর্ড স্থাপন হয় ১১টিতেই। বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে। তারা জিতেছে ২৪ স্বর্ণ, ১৬ রৌপ্য এবং ১০ তাম্রপদক। ব্যক্তিগত পদক তালিকায় সবচেয়ে বেশি জিতেছেন নৌবাহিনীর জলকন্যা নাজমা খাতুন। তিনি জেতেন ৬ স্বর্ণ। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ জেতেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ (৪টি)। সবচেয়ে বেশি ৬টি পদক জেতেন তিনজন, সবাই মহিলা। এরা হলেন নাজমা খাতুন (নৌবাহিনী, ৬ স্বর্ণ), রোমানা আক্তার (সেনাবাহিনী, ৫ স্বর্ণ ও ১ রৌপ্য) এবং একই দলের নাঈমা আক্তার (৩ স্বর্ণ, ২ রৌপ্য ও ১ তাম্রপদক)। সবচেয়ে বেশি নতুন জাতীয় রেকর্ড গড়েন সেনাবাহিনীর রোমানা আক্তার (৫টি)। এদিকে ১৪ স্বর্ণ, ১৯ রৌপ্য ও ১৪ তাম্রপদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় এবং ২ স্বর্ণ, ৫ রৌপ্য ও ১০ তাম্রপদক নিয়ে বিকেএসপি তৃতীয় স্থান অধিকার করে। তবে রিলে ইভেন্ট ব্যক্তিগত পদক তালিকায় অন্তর্ভুক্ত করেনি সাঁতার ফেডারেশন। প্রতিযোগিতার সমাপনী দিনে রেকর্ড গড়েন মহিলাদের ৮০০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর নাজমা খাতুন (নতুন জাতীয় রেকর্ড ১০ মিনিট ৩৯.০৭ সেকেন্ড, পুরনো জাতীয় রেকর্ড ১০ মিনিট ৪৮.৭৪ সেকেন্ড, সবুরা খাতুন, ২০১০ সাল), মহিলাদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর রোমানা আক্তার (ন:জা:রে: ০২:৫১.৯০, পু:জা:রে: ০২:৫৬.৫৭, ডলি আক্তার, ২০১০ সাল), মহিলাদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সেনাবাহিনীর নাইমা আক্তার (ন:জা:রে: ০০:৩৩.৭৪, পু: জা: রে: ০০.৩৪.৯২, ডলি আক্তার, ২০১১), পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর মাহফিজুর রহমান (ন:জা:রে: ০০:২৩.৯৮, পু:জা:রে: ০০:২৪.০২, মাহফিজুর রহমান, ২০১৪ সাল), মহিলাদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর নাজমা খাতুন (ন:জা:রে: ০০:২৯.১১, পু:জা:রে: ০০:২৯.৮২, নাজমা খাতুন, ২০১৪), মহিলাদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে সেনাবাহিনীর রোমানা আক্তার (ন:জা:রে: ০২:৪১.০৩, পু:জা:রে: ০২:৪১.৪৯, সোনিয়া আক্তার টুম্পা, ২০১৪), পুরুষদের ৪´১০০ মিডলে রিলেতে নৌবাহিনীর মনিরুল, পলাশ, নাহিদ ও মাহফিজুর (ন:জা:রে: ০৪:০৩.৭৫, পু:জা:রে: ০৪:০৪.৩০), মহিলাদের ৪´১০০ মিটার মিডলে রিলেতে নৌবাহিনীর নাজমা, টুম্পা, শিলা ও লাকী (ন:জা:রে: ০৪:৫৪.২০, পু:জা:রে: ০৫:০০.৫০); ডাইভিংয়ের ১ মিটার স্প্রিং বোর্ডে নৌবাহিনীর সাদি মোহাম্মদ মহসিন (ন: জা:রে: ২২৩.৬৫, পু:জা:রে: ২১১.২৫) ৩ মিটার স্প্রিং বোর্ডে নৌবাহিনীর সাদি মোহাম্মদ মহসিন (ন: জা:রে: ২৬৮.৬, পু:জা:রে: ২২৮.০৪) এবং ৫ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে নৌবাহিনীর সাদি মোহাম্মদ মহসিন (ন: জা:রে: ২৩৮.২, পু:জা:রে: ২১৫.৬)। এছাড়া অন্যান্য ইভেন্টে স্বর্ণ জেতেন ১৫০০ মিটার ফ্রি স্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নৌবাহিনীর পলাশ চৌধুরী এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর মাহমুদুন নবী নাহিদ।
×