ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ৮শ কোটি টাকা ছাড়াল

প্রকাশিত: ২৩:৪৪, ২৯ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন ৮শ কোটি টাকা ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে যেন সুবাতাস বইতে শুরু করেছে। মূল্য সূচকের সাথে ধারাবাহিকভাবে লেনদেনও বাড়ছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হলেও লেনদেন ছাঁড়িয়েছে ৮০০ কোটি টাকা। গত কিছুদিন ধরে বাড়তে থাকা কোম্পানিগুলোর দিনটিতে কমলেও জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ারের লেনদেন ও দর আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনটিতে ডিএসইতে ৮০৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৯ কোটি ৯৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৪৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কাসেম ড্রাইসেল, আরএসআরএম স্টিল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বে´িমকো, ন্যাশনাল টিউবস, ডরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন ও ড্রাগন সোয়েটার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, জেনারেশন নেক্সট ফ্যাশন, কেয়া কসমেটিকস, ওরিয়ন ফার্মা, বিএসআরএম লিমিটেড, ফরচুন সুজ, ন্যাশনাল ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, ড্রাগন সোয়েটার ও রিজেন্ট টেক্সটাইল।
×