ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৌমিতা রায়ের কত্থক নৃত্যে মুগ্ধ দর্শক

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ নভেম্বর ২০১৬

মৌমিতা রায়ের কত্থক নৃত্যে মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় নৃত্যশিল্পী মৌমিতা রায়ের কত্থক নৃত্যে মুগ্ধ দর্শক। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার সন্ধ্যায় শিল্পীর একক নৃত্যানুষ্ঠানের আয়োজন করে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। বাংলাদেশের শিল্পী মৌমিতা রায় কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে গ্রাজুয়েশন করেন। তিনি গুরু অসীমবন্ধু ভট্টাচার্যের কাছে কত্থক নৃত্যে তালিম নিচ্ছেন। শিবের বন্দনা দিয়ে শিল্পী মৌমিতা শুরু করেন নৃত্য। তারসঙ্গে যন্ত্রানুসঙ্গে ছিলেন সুনন্দা মুখার্জী (সরোদ) ও জয়ন্ত পাল (তবলা)। তিনি নাচে প্রথমে তালিম নিয়েছেন লক্ষেèৗ ঘরানার শিল্পী মোনালিসা রায়ের কাছে। তিনি প-িত বিরজু মহারাজের কাছে বেশকিছু কত্থক নৃত্য কর্মশালায় অংশ নিয়েছেন। এছাড়া উর্মিমালা সরকারের কাছে নৃত্য কর্মশালায় অংশ নিয়েছেন। শিল্পী মৌমিতা রায় বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারী টিভিতে নাচ করেন। এছাড়া শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত হয়ে নাচ করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য নৃত্যসংগঠন সাধনার প্রযোজনায় ‘তাসের দেশ’ নৃত্যনাট্যে অংশ নেন এবং বাংলাদেশসহ ভারতের বিভিন্ন জায়গায় এ প্রযোজনাটির জন্য সুনাম অর্জন করেন।
×