ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পান্না-রুমানার নৈপুণ্যে বাংলাদেশের জয়

প্রকাশিত: ২০:৪২, ২৮ নভেম্বর ২০১৬

পান্না-রুমানার নৈপুণ্যে বাংলাদেশের জয়

অনলাইন ডেস্ক॥ ভারতের কাছে হার দিয়ে মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি শুরু করা বাংলাদেশকে প্রথম জয় এনে দিয়েছেন পান্না ঘোষ ও রুমানা আহমেদ। এই দুই জনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৮৮ রান করে বাংলাদেশ। জবাবে ১৮ ওভার ৩ বলে ৫৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় থাইল্যান্ড। পান্না-রুমানাদের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের নয় জনই ফিরেন এক অঙ্কের ঘরে। সর্বোচ্চ ২১ রান করেন নাত্তাকান চান্তাম ।এছাড়া দুই অঙ্কে যান কেবল অধিনায়ক সোরনারিন। পান্না ৪ উইকেট নিতে খরচ করেন ৯ রান। এই পেসারের আগের সেরা ছিল ২/৯। অধিনায়ক রুমানা ৫ রানে নেন ৩ উইকেট। তার আগের সেরা ছিল ২/১৬। এর আগে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সানজিদা ইসলাম। ৪৮ বলে একটি চারে ক্যারিয়ার সেরা ৩৮ রান করেন তিনি। এক প্রান্তে নিয়মিত উইকেট পতনের মধ্যে স্কোর বোর্ড সচল রাখার কাজটা করেন তিনিই। দুই অঙ্কে যেতে পারেননি নিগার সুলতানা, আয়েশা রহমান ও রুমানা। রানের খাতাই খুলতে পারেননি শায়লা শারমীন। ১৫ রান করতে ফারজানা হক খেলেন ৩১ বল। শেষের দিকে রানের গতি বাড়ান সালমা খাতুন (১০*) ও জাহানারা আলম (৯*)। থাইল্যান্ডের সুলিপরন লাউমি ১৮ রানে নেন ৩ উইকেট।
×