ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষমা চাইলেন রানভীর সিং

প্রকাশিত: ০৩:৫১, ২৮ নভেম্বর ২০১৬

ক্ষমা চাইলেন রানভীর সিং

সংস্কৃতি ডেস্ক ॥ পোশাক নির্মাণকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে লিঙ্গবৈষম্যর অভিযোগ ওঠায় এর মডেল রানভির সিং প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। বিজ্ঞাপনে তাকে ভুলভাবে উপস্থাপন করায় তিনি ক্ষমা চান। জানা গেছে পোশাক নির্মাণকারি প্রতিষ্ঠান জ্যাক এন্ড জোন্সের নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন রানভির সিং। এতে দেখা যায় মিনি স্কার্ট পরা এক নারী মডেলকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন তিনি আর নিচে লেখা রয়েছে, ‘ডোন্ট হোল্ড ব্যাক টেক ইয়োর ওয়ার্ক হোম‘। বিজ্ঞাপনটিকে মোটেও ভালভাবে দেখেনি ভারতীয় দর্শক। সম্প্রতি সাধারণ জনগণের তোপরে মুখে ত্রিশটি শহর থেকে এ বিজ্ঞাপন সম্বলিত বিলবোর্ড খুলে ফেলতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। ফলে স্বভাবতই বেশ চাপের মুখে পড়তে হয়েছে রানভিরকেও।
×