ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসিনির্ভর নয় বার্সা!

প্রকাশিত: ০৬:২০, ২৬ নভেম্বর ২০১৬

মেসিনির্ভর নয় বার্সা!

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে সেল্টিকের বিরুদ্ধে বার্সিলোনা জয় পায় লিওনেল মেসির নৈপুণ্যে ভর করে। ওই ম্যাচের পর স্কটিশ ক্লাবের কোচ ব্রেন্ডন রজার্স বলেন, মেসি যদি আমাদের দলে থাকতো তাহলে আমরাও ম্যাচটি জিততে পারতাম। একথা বলে প্রকারান্তরে তিনি জানিয়েছেন, বার্সা মেসিনির্ভর দল। কিন্তু শুক্রবার এক সাক্ষাতকারে মেসি জানিয়ে দিয়েছেন বার্সিলোনা তার ওপর নির্ভরশীল না। মেসির অনুপস্থিতিতে লা লিগায় সবশেষ ম্যাচে মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করে কাতালানরা। ওই ম্যাচের উদাহরণ টেনে রজার্স বলেন, আমাদের বড় একটা সুযোগ থাকত। সে (মেসি) যে পার্থক্য গড়ে দেয়, তা আপনি সপ্তাহান্তের ম্যাচে (মালাগার বিরুদ্ধে) দেখবেন। সেল্টিক কোচ বলেন, সে অসাধারণ এক খেলোয়াড়, অবিশ্বাস্য এক খেলোয়াড়। আর সে সবসময় গোলের জন্য উন্মুখ থাকে। এর জবাব দিতেই হয়ত কথা বলেন ২৯ বছর বয়সী মেসি। এক অনুষ্ঠানে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, বার্সা মেসিনির্ভর আলোচনাটি আমি প্রশংসা বা উদ্বেগ হিসেবে বিবেচনা করি না। কারণ বিষয়টা তা নয়। তিনি বলেন, আমি বিশ্বের সেরা দলে আছি, যারা একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। লা লিগায় বার্সিলোনা তাদের পরের ম্যাচটি খেলবে রবিবার রিয়াল সোসিয়েডাডের মাঠে। এই মাঠে ২০০৭ সাল থেকে কোন জয় পায়নি কাতালানরা। তাই সোসিয়েডাড জুজু কাটানোর লক্ষ্যেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এবারও ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন মেসি। পাঁচবারের ফিফা সেরা তারকা বলেন, আনেকটা কঠিন একটি মাঠ, যেখানে আমরা কয়েক বছর জিতিনি। সোসিয়েডাড সবসময়ই সেখানে আমাদের জন্য বিষয়গুলো কঠিন করে দেয়। এটা কঠিন একটি ম্যাচ হবে। এখন ফুটবলে গোছানো হওয়াটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুসংগঠিত একটা দল থাকা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার আগেই আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গ্যালাক্টিকোরা ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে খেলবে স্পোর্টিং গিজনের বিরুদ্ধে। এই রাউন্ডের পরই লা লিগায় মর্যাদার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী । ফুটবল অঙ্গনে এই এল ক্লাসিকোর প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। তবে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়ালের মুখোমুখি হওয়ার আগে আরেকটি কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে বার্সিলোনাকে। সোসিয়েডাডের বিরুদ্ধে তাদের মাঠে বার্সা জিততে পারেনি গত তিনটি মৌসুমে। লা লিগার এবারের মৌসুমে পয়েন্ট তালিকায় খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই গতবারের শিরোপা জয়ীরা। ১২ ম্যাচের মধ্যে দুটি ড্র ও দুটি ম্যাচে হার নিয়ে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসি-নেইমারদের। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানটাও বেশ। চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে রিয়াল। লা লিগার প্রথম ১২ ম্যাচের একটিতেও হারের মুখ দেখতে হয়নি জিনেদিন জিদানের শিষ্যদের। ড্র করেছে তিনটিতে। ফলে এল ক্লাসিকোর আগে মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে রিয়াল। বার্সিলোনা নিশ্চিতভাবেই চাইবে রিয়াল সোসিয়েডাডের বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাস নিয়ে রিয়ালের মুখোমুুখি হতে। কিন্তু গত তিন মৌসুমের পরিসংখ্যান বলছে, সেই কাজটা মোটেও সহজ হবে না। কারণ ২০১৪ সাল থেকে টানা তিনটি মৌসুমেই সোসিয়েডাডের মাঠে গিয়ে হারের হতাশায় ডুবতে হয়েছে কাতালানদের। বার্সা সমর্থকরা অবশ্য কিছুটা আশাবাদী হতে পারেন দলের সেরা তারকা মেসির জন্য। অসুস্থতার কারণে মালাগার বিরুদ্ধে লা লিগার সর্বশেষ ম্যাচটি খেলতে পারেননি এই আর্জেন্টাইন তারকা। তবে চ্যাম্পিয়ন্স লীগে সেল্টিকের বিরুদ্ধে জোড়া গোল করে দারুণভাবেই ফিরেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। ম্যাচটি জিততে চান মেসি। বলেন, তারা খুবই ভাল খেলছে। আর আমরাও কয়েক বছর ধরে তাদের মাঠে গিয়ে জিততে পারিনি। কিন্তু আমাদের খারাপ খেলার কোন সুযোগ নেই। কারণ জয়টা আমাদের খুব করেই দরকার।
×