ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিবের বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ মাশরাফির

প্রকাশিত: ০৬:২০, ২৬ নভেম্বর ২০১৬

সাকিবের বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ মাশরাফির

স্পোর্টস রিপোর্টার ॥ গত আসরের চ্যাম্পিয়ন অথচ ৭ ম্যাচে মাত্র একটি জয়। শেষ চারে ওঠার সম্ভাবনা অনেকটাই ম্লান হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। মাশরাফি বিন মর্তুজার দলটি এবার তৃতীয় ও শেষপর্বে বাকি ম্যাচগুলো জেতার লক্ষ্যেই মাঠে নামতে চায়। তবে ফিরতি পর্বের শুরুতেই কঠিন পরীক্ষা তাদের। আজ দুপুর ১টায় শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে মাঠে নামবে তারা। ঢাকায় প্রথম পর্বে শীর্ষস্থান নিয়ে শেষ করলেও চট্টগ্রাম পর্বে সেই শীর্ষস্থান খুইয়ে এখন তিন নম্বরে অবস্থান তাদের। টানা দুই ম্যাচ হারের পর আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে সাকিব আল হাসানের দলটি। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। উভয় ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মিরপুরেই পরস্পরের মধ্যে আরেকবার মুখোমুখি হয়েছিল কুমিল্লা ও ঢাকা। সেই ম্যাচে মাশরাফির দলকে টানা চতুর্থ হারের স্বাদ পাইয়ে দিয়েছিলেন সাকিব। ৩৩ রানে হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার প্রতিশোধ নেয়ার পালা। ৭ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান বর্তমান শিরোপাধারীদের। চট্টগ্রাম পর্বে রাজশাহী কিংসের বিরুদ্ধে একমাত্র জয়টি এসেছিল ৩২ রানে। কিন্তু সেটা ধরে রাখতে পারেনি কুমিল্লা, পরের ম্যাচেই ফিরে গেছে হারের বৃত্তে। দলের ব্যাটসম্যানদের ব্যর্থতা বেশি ভোগাচ্ছে দলটিকে। বিশেষ করে জাতীয় দলের ওপেনার, নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইমরুল কায়েস ফর্মে না থাকায় যেন আরও বেশি ধুঁকছে দলটি। তবে এখনও বাকি থাকা ৫ ম্যাচে জয় পেলে অনেক ভাল একটি অবস্থানে যাওয়া সম্ভব কুমিল্লার। এ বিষয়ে ইমরুল বলেন, ‘এখন যে কয়েকটা ম্যাচ আছে সে ম্যাচগুলো জেতাই লক্ষ্য। চেষ্টা করব ভাল ক্রিকেট খেলার। আমরা ফলাফল নিয়ে আপাতত ভাবছি না, কোথায় যাব কিংবা সেমিফাইনাল খেলতে পারব কি পারব না! আমাদের হাতে এখন ৫টি ম্যাচ আছে। যে কোন কিছু এ ৫ ম্যাচে ঘটতে পারে। যদি ভাল কিছু হয় আমরা তলানি থেকে শীর্ষেও যেতে পারি। যে কোন কিছুই সম্ভব।’ ইমরুল মনে করেন দল ভাল কিংবা খারাপ যাই হোক না কেন সাফল্য পাওয়ার জন্য ভাগ্যেরও সহায়তা প্রয়োজন। তিনি বলেন, ‘প্রত্যেক বছরেই বিপিএলের কোন না কোন দল একটা না একটা সমস্যায় পড়ে। শেষ বিপিএলে সিলেট সুপার স্টারসের ভাল দল ছিল, ওরা ভাল ক্রিকেট খেলেও কিন্তু জিততে পারেনি। এখানে ভাগ্য লাগে। আমাদের এটা পক্ষে কাজ করছে না। আমরা চেষ্টা করব ভাল ক্রিকেট খেলার। ভাল ক্রিকেট খেলতে পারলে এটা দলের জন্য ভাল হবে।’ চলতি বিপিএলের দেশী-বিদেশী তারকায় পরিপূর্ণ সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ দল ঢাকা ডায়নামাইটস। সেটা ঢাকায় প্রথম পর্বে তারা মাঠের নৈপুণ্যে বুঝিয়ে দিয়েছিল। ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে শীর্ষস্থান দখল করে। চট্টগ্রাম পর্বের শুরুতেই আবার জয় দিয়ে শুরু করেছিল। কিন্তু পরে টানা দুই ম্যাচ হেরে অবস্থান হারিয়েছে তারা। তবে দলের অধিনায়ক ও চলতি বিপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাকিব একেবারেই নিষ্প্রভ এবার। দুই বিপিএলের সেরা খেলোয়াড় এ অলরাউন্ডার এবার ব্যাটে-বলে আহামরি কোন নৈপুণ্য দেখাতে পারেননি। তবে চমক দেখিয়েছেন ওপেনার মেহেদি মারুফ। দারুণ ফর্মে থাকা এ ক্রিকেটার নিয়মিত রান করে ঢাকাকে ভাল সার্ভিস দিয়ে যাচ্ছেন। কিন্তু ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত পারফর্মেন্স নিয়েই এখন চিন্তিত তিনি। মারুফ বলেন, ‘আমরা শেষ দুটি ম্যাচ হেরে গেছি। আমাদের লক্ষ্য এখন সামনের ম্যাচগুলো জেতা। ব্যক্তিগত অর্জন সামনে আসছে না। আসলে প্রথমদিকে আমরা ব্যাটিং করে ম্যাচ জিতেছি। দল ব্যাটিংনির্ভর হয়ে পড়েছিল। তাই বোলিং ঠিকমতো হয়নি। আর ফিল্ডিং মিস তো কেউ ইচ্ছে করে করে না। আমরা কঠোর পরিশ্রম করছি যেন ক্ষুদ্র ভুলগুলো না হয়।’ ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট ডায়নামাইটসের। অপর ম্যাচে খুলনা টাইটান্সের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার মিশন রাজশাহী কিংসের। প্রথম সাক্ষাতে চরম দুর্ভাগ্য সঙ্গী হয়েছিল, হাতের মুঠোয় চলে আসা জয় হাতছাড়া করে মাত্র ৩ রানে হেরেছিল রাজশাহী। এবার সেই আক্ষেপ ঘুঁচাতে চায় তারা। তবে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে কঠিন প্রতিপক্ষ ডায়নামাইটসের বিরুদ্ধে জয়ের ধারায় ফেরার পর অনুপ্রাণিত ড্যারেন সামির দল। সেটা ঢাকায় ফিরতি পর্বের প্রথম ম্যাচেই দেখা গেল। শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে ১২ রানে। সপ্তম ম্যাচে তৃতীয় জয় হলেও শেষ চারে ওঠার রেসে ভালভাবেই টিকে থাকা রাজশাহী আজ অবশ্যই জয় তুলে নিতে চায়। তবে চট্টগ্রাম পর্বে শীর্ষস্থানে ওঠা এবং সেখান থেকে পতনের পর মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা আবার সেটা ফিরে পেতে প্রত্যয়ী। আর রাজশাহীর বিরুদ্ধে আগের সাক্ষাতে জয় পাওয়া বাড়তি অনুপ্রেরণা হয়ে থাকবে আজকের ম্যাচে।
×