ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ০৬:০০, ২৪ নভেম্বর ২০১৬

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু আজ। টানা দুই হারে অসিরা কেবল সিরিজই (২-০) খোয়ানি সেই সঙ্গে কেঁপে উঠেছে দেশটির ক্রিকেটের ভিত। পদত্যাগ করেছেন নির্বাচক বোর্ডের চেয়ারম্যান রডনি মার্শ। একসঙ্গে রেকর্ড পাঁচ ক্রিকেটারকে ছেঁটে ফেলা হয়েছে! সব মিলিয়ে কুলিন অস্ট্রেলিয়ার এখন টালমাটাল অবস্থা। একটি জয়ই কেবল স্টিভেন স্মিথদের জন্য আশার দিশা হয়ে দেখা দিতে পারে। এ্যাডিলেডে স্বাগতিকরা তাই ডে-নাইট টেস্টটা জিততে মরিয়া। অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে লজ্জায় ডোবাতে মরিয়া তার দল। নিজেদের মাঠে অসিরা কখনই টেস্টে ৩-০তে হোয়াইটওয়াশ হয়নি। বিধ্বস্ত অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ইতিহাস গড়ার এটাই সেরা সময় বলে মনে করছেন ডুপ্লেসিস। বিশ্লেষকদের ধারণা ছিল লড়াই হবে সেয়ানে-সেয়ানে। কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন দৃশ্য। দুটি ম্যাচে কুলিন অসিরা একদমই পাত্তা পায়নি। পার্থের প্রথম টেস্টে ১৭৭ ও হোবার্টে মাত্র সাড়ে তিন দিনে ইনিংস ও ৮০ রানের বড় ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হওয়ার পর চারিদিকে ছিছি পড়ে যায়। একসঙ্গে রেকর্ড পাঁচ ক্রিকেটারকে ছেঁটে ফেলা হয়। যে তালিকায় আছেন পিটার নেভিল, এ্যাডাম ভোজেস ও জো বার্নসের মতো তারকা। নতুন মুখ চারজনÑ ম্যাথু রেন শ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন ও চাদ সাইয়ার্স। পুরনোদের মধ্য থেকে ফেরানো হয়েছে ম্যাথু ওয়েড ও জ্যাকসন বার্ডকে। এদের মধ্যে কেবল সাইয়ার্সকে একাদশের বাইরে থাকতে হলেও একাধিক খেলোয়াড়ের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত বলে ইঙ্গিত মিলেছে। অধিনায়ক বলেন, ‘নিজের খেলা সর্বশেষ ম্যাচেও বার্ড ৫ উইকেটে পেয়েছে। শেফিল্ডশিল্ডে গোলাপী বলে সে নিজেকে প্রমাণ করেছে। নেটেও ভাল বল করেছে। একটা সুযোগ তো হতেই পারে। তবে হোমগ্রান্ডন্ডে সাইয়ার্সের খেলতে না পারাটা দুঃখজনক।’ যার অর্থ জো মিনে ও নেভিলের জায়গায় সুযোগ পাবেন বার্ড ও ম্যাথু ওয়েড। কঠিন সময়ে অভিষেক হতে যাচ্ছে তিন তরুণ ব্যাটসম্যান রেন শ, হ্যান্ডসকম্ব ও ম্যাডিসনের। ২০১১ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া দলে একসঙ্গে তিন ক্রিকেটারের অভিষেক হয়েছিল, ‘আমরা অবশ্যই দলে অনেকগুলো পরিবর্তন আনতে বাধ্য হয়েছি। কিছু নতুন মুখ সুযোগ পাচ্ছে। কারণ দুটি ম্যাচেই আমাদের পারফর্মেন্স অত্যন্ত হতাশাজনক। আশা করছি এই তরুণরা ভাল করবে।’
×