ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলের চূড়ান্ত পর্ব শুরু শুক্রবার

প্রকাশিত: ০৫:৫৭, ২৪ নভেম্বর ২০১৬

বিপিএলের চূড়ান্ত পর্ব শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার ॥ সাপ্তাহিক ছুটিরদিন ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চতুর্থ আসরে দর্শক স্টেডিয়ামমুখী হচ্ছেই না। দর্শকখরা চলছেই। মঙ্গলবার শেষ হওয়া চট্টগ্রাম পর্বেও তাই দেখা গেছে। দর্শকখরা কী এবারও দেখা যাবে? সেই প্রশ্ন থাকছেই। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে বিপিএলের চূড়ান্ত পর্ব। রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে এ পর্বের খেলা শুরু হবে। যে পর্বে দলগুলোর উত্থান-পতনই থাকছে। সাত দলের লড়াইয়ে চার দলের টিকে থাকার লড়াই এবার হবে। সেই চার দল হবে কারা? থাকছে সেই প্রশ্নও। চার দল লীগ পর্ব অতিক্রম করবে। লীগ পর্ব শেষ হবে ৪ ডিসেম্বর। তিন দল বিদায় নেবে। সেই চার দলই হবে কারা? বিদায় নেয়া তিন দলই বা কারা? সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে। চট্টগ্রাম পর্ব শেষে চারটি দল খুব ভাল অবস্থানে আছে। দুটি দলতো সেরা চার দলের মধ্যে থাকার দাবিদারই হয়ে গেছে। সেই দুটি দল হচ্ছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। দুটি দলই ১০ পয়েন্ট করে পেয়ে গেছে। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা খুলনা ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেলেও শীর্ষস্থানে থাকা রংপুর ৬ ম্যাচ খেলে সমান পয়েন্ট অর্জন করেছে। রানরেটও রংপুর শক্তিশালী অবস্থানে আছে। এ দুই দলের পরেই আছে ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংস। তৃতীয় স্থানে থাকা ঢাকা ও চতুর্থ স্থানে থাকা চিটাগাংয়ের সমান ৮ পয়েন্ট করে আছে। রানরেটে চিটাগাংয়ের চেয়ে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। এই চার দলের পরের তিনটি দল হচ্ছে বরিশাল বুলস, রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেভাবে খেলছে বরিশাল তাতে উত্থানও হতে পারে। আবার পতনও হতে পারে। দলটি প্রথম ম্যাচ হেরে টানা তিন জয় পায়। আবার টানা তিন ম্যাচে হারে। ৭ ম্যাচ খেলে পয়েন্ট অর্জন করেছে ৬টি। পঞ্চম স্থানে আছে। ঢাকা ও চিটাগাংয়ের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে। তাই সম্ভাবনা হারিয়ে যায়নি। তবে রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অবস্থা বেহাল। দল দুটি বিদায় নেবে, এমন ধারণাই হয়ে গেছে। ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে আছে রাজশাহী। আর পয়েন্ট তালিকার তলানিতে আছে কুমিল্লা। ৭ ম্যাচে মাত্র ১ জয় পেয়েছে মাশরাফির কুমিল্লা। দলটি গত আসরের চ্যাম্পিয়ন দল, তা এবার বোঝাই যাচ্ছে না। প্রতিটি দলই ডাবল লীগ পদ্ধতির এ টুর্নামেন্টে ১২টি করে ম্যাচ খেলবে। প্রতিটি দলের বিপক্ষে ২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। কুমিল্লাকে সেরা চারে থাকতে হলে হাতে থাকা টানা ৫ ম্যাচেই জিততে হবে। তাও যে কুমিল্লা শেষ চারে থাকতে পারবে, তার নিশ্চয়তা নেই। রাজশাহীর অবস্থাও করুণ। যদিও দলটির হাতে আছে আরও ৬টি ম্যাচ। এ ৬ ম্যাচের মধ্যে ৫টিতে তো জিততেই হবে। তা না হলে সেরা চারে থাকা কঠিন। এ দুই দলকে কোন হিসেবের মধ্যেই যেন রাখছে না কেউই। তবে ওপরের ৫ দলকে নিয়ে সবাই ভাবছে। লীগ পর্ব শেষে ৬ ডিসেম্বর এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল এলিমিনেটর ম্যাচ খেলবে। আর পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। এলিমিনেটর ম্যাচে হারা দল বিদায় নেবে। জেতা দল ফাইনালে খেলার আশায় টিকে থাকবে। প্রথম কোয়ালিফায়ারের জেতা দল ফাইনালে উঠে যাবে। আর হারা দল এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে ৭ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। যে দল জিতবে, তারা ফাইনালে উঠে যাবে। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ৯ ডিসেম্বর। ফাইনাল ম্যাচ খেলার আগে সেরা চারে থাকতে হবে। যদি রাজশাহী ও কুমিল্লা কাকতালীয় কিছু না ঘটিয়ে ফেলে, তাহলে সেই সেরা চার দল রংপুর, খুলনা, ঢাকা, চিটাগাং ও বরিশালের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে। রংপুরকে শুরুতে কেউই শক্তিশালী দলের মধ্যে রাখেনি। অথচ দলটি কি দারুণ নৈপুণ্য দেখাচ্ছে। ঢাকায় তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে। চট্টগ্রামেতো টানা তিন ম্যাচই জিতে নিয়েছে। ব্যাটিং-বোলিংয়ে ব্যালান্স দলটি শিরোপার দাবিদারই হয়ে উঠেছে। লীগ পর্বের বাকি থাকা ৬ ম্যাচের মধ্যে আর দুটিতে জিতলেতো সেরা চারে স্থান করে নেবে। খুলনার অবস্থাও তাই। ঢাকায় চার ম্যাচের তিনটিতে জিতে। আর চট্টগ্রামে তিন ম্যাচের দুটিতে জিতে। হাতে থাকা ৫ ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই সেরা চারে থাকা নিশ্চিত হয়ে যাবে। ঢাকা, চিটাগাং ও বরিশালের মধ্যে শেষ চারে থাকার হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই তিন দলের মধ্যে যে দুটি দল পয়েন্ট তালিকায় এগিয়ে থাকতে পারবে, তারাই শেষ চারে স্থান করে নেবে। সেই শেষ চারের চূড়ান্ত লড়াই শুক্রবার শুরু হচ্ছে। ইংল্যান্ডের ফুটবল কোচ সাউথগেট! স্পোর্টস রিপোর্টার ॥ কিছুই পারেননি স্যাম এ্যালারডাইস! তার অধীনে ইংলিশ ফুটবল দল আরও বিপর্যস্ত অবস্থায় পড়ে। শেষ পর্যন্ত এ্যালারডাইস অধ্যায় শেষ- ইংলিশ ফুটবলে আগমন গ্যারেথ সাউথগেটের। অন্তর্বর্তীকালীন দায়িত্বে ৪৬ বছর বয়সী এ কোচ দারুণ কাজ দেখিয়েছেন। প্রমাণ করেছেন নিজের যোগ্যতা। এবার দায়িত্ব পাকাপাকি করার প্রক্রিয়া! ইতোমধ্যেই ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতকারে অংশ নিয়েছেন সাউথগেট। সেটা বেশ ফলপ্রসূই হয়েছে বলে শোনা যাচ্ছে। তাই স্থায়ীভাবে ইংলিশ ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছেন তিনি। আগামী ৩০ নবেম্বর এফএ বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত হবে। গত সেপ্টেম্বরে ব্যর্থতার ভার নিয়ে দায়িত্ব থেকে সরে যান এ্যালারডাইস। এরপরই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বের শুরু সাউথগেটের। এরপর তার অধীনে ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচ খেলে অপরাজিত থেকেছে ইংল্যান্ড। মাল্টা ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় এসেছে এবং সেøাভেনিয়ার বিপক্ষে ড্র করেছে। আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ওয়েম্বলিতে স্পেনের সঙ্গেও ড্র করেছে ইংল্যান্ড। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার সাউথগেট অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব শুরুর আগে অনুর্ধ ২১ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে অস্থায়ী দায়িত্ব হলেও নিজের কাজ নিয়ে বেশ তৎপর ও মনোযোগী ছিলেন সাউথগেট। সেটার ফলাফল পেয়েছে ইংলিশরা। এফএ প্রধান নির্বাহী মারটিন গ্লেন অবশ্য গত সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন এ্যালারডাইসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য সাউথগেট বেশ সচেষ্ট এবং তার বিষয়ে কারও কোন অস্বস্তি নেই। গ্লেন বলেন, ‘গত সপ্তাহেই তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে দায়িত্বটা পেতে বেশ উদগ্রীব হয়ে আছেন তিনি।
×