ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ৫ বছরের সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৫:০২, ২৪ নভেম্বর ২০১৬

শেয়ারবাজারে ৫ বছরের সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে রেকর্ড করেছে। ডিএসইতে এক হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের ২৮ জুলাই সর্বশেষ ডিএসইতে এক হাজার ৮০৪ কোটি টাকার লেনদেন হয়। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে আগের দিনের তুলনায় ৮২২ কোটি ২২ লাখ টাকা বা ১২৫ শতাংশ বেশি লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে ৬৫৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বুধবারে ব্লক মার্কেটে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ইউনাইটেড এন্টারপ্রাইজের শেয়ার বিক্রির কারণেই লেনদেন ১২৫ শতাংশ বেড়েছে। এই দিনে ইউনাইটেড এন্টারপ্রাইজের হাতে থাকা ১২ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৪৫৬টি শেয়ার শাজাহানুল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি কাছে ৬৫ টাকা করে বিক্রি করে। দিনটিতে একটি মাত্র হাওলায় ব্লক মার্কেটে মোট ৮২৮ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৬৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল টিউবস, এবি ব্যাংক, বেক্সিমকো, ডরিন পাওয়ার, গোল্ডেন হার্ভেস্ট, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, কাসেম ড্রাইসেল, ড্রাগন সোয়েটার ও ফু-ওয়াং সিরামিক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : জেনারেশন নেক্সট ফ্যাশন, ড্রাগন সোয়েটার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং সিরামিক, কেয়া কসমেটিকস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, প্রগতি ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস ও ফনিক্স ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৬৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফাস ফাইন্যান্স, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, কেয়া কসমেটিকস, বেক্সিমকো, প্রিমিয়ার সিমেন্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন, পেনিনসুলা চট্টগ্রাম, বিএসআরএম লিমিটেড, এবি ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×