ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেরা গোলের তালিকায় মেসি-নেইমার

প্রকাশিত: ০৫:৫৫, ২৩ নভেম্বর ২০১৬

সেরা গোলের তালিকায় মেসি-নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালের সেরা গোল অর্থাৎ ফিফা পুসকাস এ্যাওয়ার্ডের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে আছেন তার বার্সিলোনা সতীর্থ নেইমার। বর্ষসেরা গোলের জন্য দেয়া এই পুরস্কার পাওয়ার লড়াইয়ে আছেন এ্যাটলেটিকো মাদ্রিদের সাউল নিগুয়েজও। তবে ১০ জনের তালিকায় ঠাঁই হয়নি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। অবশ্য ফিফা সেরা হওয়ার দৌড়ে ফেবারিট পর্তুগীজ তারকাই। সবশেষ এক বছরে হওয়া গোলগুলোর মধ্যে সেরাটির জন্য পুসকাস এ্যাওয়ার্ড দেয়া হয়। মেসি পুসকাস এ্যাওয়ার্ডের ১০ জনের তালিকায় আছেন গত জুন মাসে কোপা আমেরিকার শতবর্ষী আসরের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে ফ্রিকিক থেকে করা গোলটির জন্য। নেইমার অসাধারণ এক ভলি থেকে গোলটি করেছিলেন লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে। সাউলের একক নৈপুণ্যের গোলটি ছিল গত এপ্রিলে বেয়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগে। ফুটবলপ্রেমীদের ভোটের মাধ্যমে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করা হবে। এর পর আরেকবার ভোটের মাধ্যমে জয়ী নির্বাচন করা হবে। বর্ষসেরা গোলদাতার নাম ঘোষণা করা হবে আগামী বছরের ৯ জানুয়ারি ফিফা বর্ষসেরা পুরস্কারের রাতে। এদিকে বর্ষসেরা দল নির্বাচনের জন্য উয়েফা ৪০ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এতে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের জয়জয়কার। তালিকার প্রায় অর্ধেক খেলোয়াড়ই স্প্যানিশ লা লিগার। এবারের ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে ফেবারিট রোনাল্ডোসহ ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লীগ জেতা রিয়ালের মোট ৮ খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন। স্পেনের শীর্ষ লীগ থেকে জায়গা পেয়েছেন মোট ১৮ জন। আর ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে আছেন ১২ জন। রেকর্ড ১৩ বারের মতো উয়েফা বর্ষসেরা দলের মনোনীতদের মধ্যে আছেন সি আর সেভেন।
×