ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডরিন পাওয়ারের উৎপাদন বেড়েছে ৩ গুণ

প্রকাশিত: ০৪:১৬, ২৩ নভেম্বর ২০১৬

ডরিন পাওয়ারের উৎপাদন বেড়েছে ৩ গুণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড সিস্টেমসের দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এতে কোম্পানির সার্বিক উৎপাদন সক্ষমতা বেড়ে প্রায় ৩ গুণ হয়েছে। আগামীতে উৎপাদন আরও বাড়বে। উৎপাদন সক্ষমতার পাশাপাশি প্রতিষ্ঠানটির মুনাফায়ও ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ডরিন পাওয়ারের মুনাফা ৫১৭ শতাংশ বেড়েছে। তবে সাবসিডিয়ারি ঢাকা নর্দার্ন পাওয়ার এই প্রান্তিকের শুরুতে উৎপাদন শুরু করতে পারলে মুনাফা আরও বেশি হতো বলে কোম্পানি কর্তৃপক্ষ দাবি করেছে। ডরিন পাওয়ার ৬৬ মেগাওয়াট পাওয়ার প্লান্ট নিয়ে যাত্রা শুরু করলেও এরই মধ্যে ২ সাবসিডিয়ারি ঢাকা সাউদার্ন পাওয়ার ও ঢাকা নর্দার্ন পাওয়ার উৎপাদন শুরু করেছে। এর মধ্যে ঢাকা সাউদার্ন পাওয়ার চলতি বছরের ১৭ জুন ও ঢাকা নর্দার্ন পাওয়ার ১৭ আগস্ট উৎপাদন শুরু করেছে। এই ২ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের ১১০ উৎপাদন মেগাওয়াট পাওয়ার প্লান্ট রয়েছে। এ হিসাবে ডরিন পাওয়ারের ১৬৭ শতাংশ উৎপাদন সক্ষমতা বেড়ে প্রায় ২.৬৭ গুণ হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, ডরিন পাওয়ার ১১৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টের বিডিংয়ে অংশগ্রহণ করেছে। যেখানে সর্বনিম্ন রেট দেয়ায় তালিকার প্রথম স্থানে রয়েছে ডরিন পাওয়ার। এ অনুমোদন পেলে কোম্পানিটির উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ২৯১ মেগাওয়াটে। এতে আইপিও পূর্বের তুলনায় ডরিন পাওয়ারের উৎপাদন সক্ষমতা ৩১৪ শতাংশ বেড়ে হবে ৪.১৪ গুণে। ডিএসইর তথ্য মতে, শুধু ঢাকা নর্দার্ন জেনারেশন উৎপাদনে বার্ষিক আয় হবে ৩১৩ কোটি ৭৪ লাখ টাকা। আর এ কোম্পানির ৯৮.৫২ শতাংশ শেয়ার ধারণ করে ডরিন পাওয়ার জেনারেশন। এ হিসাবে ডরিন পাওয়ারের আয় বাড়বে ৩০৯ কোটি ১০ লাখ টাকা। এছাড়া আরেক সাবসিডিয়ারি ঢাকা সাউদার্ন পাওয়ার থেকেও ডরিন পাওয়ারের প্রায় ৩০৯ কোটি টাকা আয় হবে। দেখা গেছে, ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড সিস্টেমস ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিটি শেয়ারে ২.২২ টাকা মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৬ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৫১৭ শতাংশ। যদিও এর মধ্যে ঢাকা নর্দার্ন পাওয়ার মাত্র ১ মাস ১৩ দিন বা অর্ধেক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে। ডরিন পাওয়ারের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আফরোজ আলম বলেন, এরই মধ্যে আমাদের ২টি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে।
×