ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাঈম খান ডান্স কোম্পানির যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:২৪, ২২ নভেম্বর ২০১৬

নাঈম খান ডান্স কোম্পানির যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ এ সময়ের তরুণ নৃত্য শিল্পী, নৃত্যপরিচালক আবু নাঈম খান। বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত নৃত্য পরিবেশনা এবং পরিচালনা করে নন্দিত হয়েছেন। সাত বছর বয়সে বরগুনাতে নাচের তালিম নেন নৃত্য পরিচালক জিয়াউর রহমানের কাছে।এরপর ঢাকাতে এসে নৃত্য পরিচালক এম আর ওয়াসেকের কাছে নাচের তলিম নেন। তারপর কলকাতাতে গিয়ে রাজদ্বীপ ব্যানার্জী, মিতুল সেনগুপ্ত ও রনি সাম্ভিক ঘোষের কাছে তালিম নাচ শিখেছেন নাঈম। নাঈম বাংলাদেশ ও কলকাতায় নৃত্য নিয়ে পড়াশুনা করেছেন। তিনি ২০১৩-১৪ সালে চ্যানেল আই ‘সেরা নাচিয়ে’ ফাইনালে ছিলেন এবং ২০১৫-১৬ সালে ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার গ্রুমার ছিলেন। এছাড়াও নৃত্য পরিবেশনের জন্য বঙ্গবন্ধু এ্যাওয়ার্ড, জাতীয় শিশু একাডেমি এ্যাওয়ার্ড, পদ্মকুঁড়ি এ্যাওয়ার্ড ও খেলাঘর এ্যাওয়ার্ডসহ আরও বেশকিছু এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি। দীর্ঘ দিনের নৃত্য অভিজ্ঞতায় আধুনিক নৃত্যকলার প্রাতিষ্ঠানিক চর্চার অঙ্গীকারে ‘আবু নাঈম ডান্স কোম্পানি’ নামে নৃত্য প্রতিষ্ঠান চালু করেছেন আবু নাঈম। শুক্রবার সন্ধ্যায় ঢাকা টিউটোরিয়াল স্কুল মিলনায়তনে এক আয়োজনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের শুভসূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানির উদ্বোধন করেন ভারতের নৃত্য পরিচালক রাজদ্বীপ ব্যানার্জী। অনুষ্ঠানে অতিথি ছিলেন নৃত্য পরিচালক এম আর ওয়াসেক, ইভান শাহরিয়ার সোহাগ, জিয়াউর রহমান, চিত্রনায়ক শিপন মিত্র, কণ্ঠশিল্পী স্বপ্নিল সজিব, নির্ঝর চৌধুরী, ফ্লাই ফারুক, আসাদ খান, আশা হোসেন, তন্দ্রা চৌধুরী, শ্যামলী খান, পান্না খান, মডেল ফিটন খান, ডিজাইনার ইমু হাশমি, ডিজাইনার আবদুল্লাহ মামুন, ঢাকা টিউটোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা কোহিনুর বেগম প্রমুখ। ‘নাঈম খান ডান্স কোম্পানির পরিচালক আবু নাঈম বলেন, আমি সব সময় নৃত্য নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে নৃত্যের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরতে আমার ডান্স একাডেমির যাত্রা শুরু করি। এই প্রতিষ্ঠানের সাফল্যের জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া চান।
×