ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ সভায় চসিক মেয়র

ট্যাক্স ফাঁকি দেয়ার মানসিকতা পরিহার করতে হবে

প্রকাশিত: ০৭:০০, ২১ নভেম্বর ২০১৬

ট্যাক্স ফাঁকি দেয়ার মানসিকতা  পরিহার করতে হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৬তম সাধারণ সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, গরিবের উপর কোন ট্যাক্স ধার্য করা হয়নি। অস্বচ্ছলদের উপরও কোন ধরনের চাপ সৃষ্টি করা হবে না। সামর্থ্যবানদের ট্যাক্সের উপর ভিত্তি করে কর্পোরেশনের যাবতীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। তাই ট্যাক্স ফাঁকি দেয়ার মানসিকতা পরিহার করতে হবে। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস নেয়া হয়েছে। মেয়র বলেন, গেল দেড় বছরের মধ্যে অতীত দায়দেনা, অনিয়ম ও বিশৃঙ্খল পরিস্থিতি থেকে কর্পোরেশন নিয়মশৃঙ্খলার মধ্যে আনা হয়েছে। ৩৫০ কোটি টাকার দায়দেনার ভার গ্রহণ করা ছাড়াও ৫টি সেবা খাতে দৃশ্যমান গতিশীলতা আনা হয়েছে। বিশেষ করে প্লট বরাদ্দ অনিয়ম, জায়গা সম্পত্তির অনিয়ম, এপার্টমেন্ট সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অনিয়ম অসঙ্গতি দূর করা হয়েছে। বিধি বিধান ও আইন-কানুনের যথাযথ প্রয়োগসহ আইন মেনে চলার সংস্কৃতি চালু করা হয়েছে। মেয়র দুঃখ প্রকাশ করে বলেন, বিগত সময়ে এসেসমেন্ট করার পর ১৪ হাজার হোল্ডিংয়ের ট্যাক্স আপত্তি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রাখা হয়, যা কাম্য ছিল না। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার থোক বরাদ্দ স্থগিত করে প্রকল্প ভিত্তিক বরাদ্দ দেয়ার কারণে উন্নয়নে গতিশীলতা এসেছে। যদিও এক্ষেত্রে মোট বরাদ্দের ৩০ শতাংশ কর্পোরেশনকে বহন করতে হয়। তিনি বলেন, ১০১৬-১৭ অর্থবছরে জাইকাসহ বিভিন্ন সংস্থার নানামুখী প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। চলতি বছর প্রায় ৫শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিচালিত হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে চট্টগ্রাম নগরীর অলিগলি ও সড়কসমূহের দৃশ্যমান উন্নয়ন হবে। চট্টগ্রাম পরিণত হবে ক্লিন ও গ্রিন সিটি।
×