ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাগ্যের পরিবর্তন দেখছেন কোচ মরিনহো

প্রকাশিত: ০৬:৪৪, ২১ নভেম্বর ২০১৬

ভাগ্যের পরিবর্তন দেখছেন কোচ মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে ১২ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় দলটি এবার একেবারেই অগোছাল। ১৯ পয়েন্ট নিয়ে অবস্থান ৬ নম্বরে। সর্বশেষ শনিবার রাতে আর্সেনালের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে হাতের মুঠোয় চলে আসা জয়টাকে হাতছাড়া করেছে ম্যান ইউ। ভাগ্যটা যেন কোনভাবেই সহায়ক হচ্ছে না অন্যতম সেরা এ ইংলিশ ক্লাবটির। তবে দলের কোচ জোশে মরিনহো দাবি করলেন অচিরেই ভাগ্যের পরিবর্তন হবে। নিজেদের ফিরে পেয়ে ভাল একটি অবস্থানে যাবে ম্যানইউ। কারণ এখনও চলতি লীগে ২৬টি ম্যাচ বাকি আছে, সেরা দল হিসেবে শেষ করার সুযোগটাও নষ্ট হয়নি এখন পর্যন্ত। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বর্তমানে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দুই নম্বরে ম্যান ইউ’র চিরশত্রু ম্যানচেস্টার সিটি। মাত্র ৮ পয়েন্টের ব্যবধান। রেড ডেভিলদের চেয়ে এগিয়ে আছে চেলসি (২৫), আর্সেনাল (২৫) ও টটেনহ্যাম হটস্পার (২৪)। কিন্তু লীগ শেষ হতে হতে এই অবস্থানগুলোয় নিশ্চিতভাবে অনেক পরিবর্তন আসবে। কিন্তু মরিনহো কষ্ট পেয়েছেন শেষ মুহূর্তে দল গোল হজম করে আর্সেনালের সঙ্গে ড্র করায়। এমনকি ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সও করেননি তিনি। পরে জানিয়েছেন এ ড্রয়ের কারণে আরসেন ওয়েঙ্গারের কাছে পরাজয়ের তিক্ত স্বাদ অনুভব করছেন তিনি। মরিনহো বলেন, ‘শেষ পর্যন্ত আমি আসলে ওয়েঙ্গারের কাছে হেরেই গেলাম। আর্সেনালের কাছেও হেরে গেলাম।’ যদিও মরিনহোর এমনটা ভাবার যথেষ্ট কারণ নেই। কারণ আর্সেনালের বিরুদ্ধে এ নিয়ে টানা ১২ লীগ ম্যাচে অপরাজেয় থাকল ম্যান ইউ। কিন্তু সেটাকে মরিনহো সান্ত¡না ছাড়া অন্যকিছুই মনে করছেন না। কারণ ওল্ডট্র্যাফোর্ডে হওয়া শনিবারের ম্যাচটায় আধিপত্য ধরে রেখেই খেলেছে ম্যান ইউ, এরপরও জিততে পারেনি। সবমিলিয়ে ১২ ম্যাচে এটি চতুর্থ ড্র, এরসঙ্গে আছে ৩ পরাজয় ও ৫ জয়। ৬৯ মিনিটে জুয়ান মাতা গোল করে এগিয়ে দিয়েছিলেন স্বাগতিক রেড ডেভিলদের। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট আগে অলিভার জিরড গোল করে সমতা আনলে অমীমাংসিত থাকে খেলা। ১৯৯২ সালের এপ্রিলে ঘরের মাঠে টানা তিন ড্র করেছিল ম্যান ইউ। এ ড্রয়ের ফলে সেই ইতিহাসটা ফিরে আসল। আবারও ঘরের মাঠে টানা তিন ড্র। এতসব কারণেই পরাজয়ের তিক্ততা অনুভব করছেন মরিনহো। তার বিশ্বাস এসবই দলের দুর্ভাগ্য। চলমান চ্যাম্পিয়ন্স লীগে জায়গা করে নিতে না পারাটা সেই দুর্ভাগ্যের কারণেই। মরিনহো বলেন, ‘এই মুহূর্তে আমরা নিজেরাই অনুভব করছি যে প্রিমিয়ার লীগের সবচেয়ে দুর্ভাগা দল আমরা। আমরা এখন বার্নলি, স্টোক ও আর্সেনালের ম্যাচগুলোর দিকে দৃষ্টি দিয়ে দেখলাম ৯ পয়েন্ট হাতছাড়া করেছি। এর মধ্যে আমরা যদি ৬ পয়েন্টও পেতাম তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকতাম। কিংবা শীর্ষস্থানের কাছাকাছি চলে যেতাম। এখন আমাদের প্রচুর কাজ করবার বাকি আছে। সেটা আমরা ভালভাবেই বুঝতে পারছি। আমাদের বেশকিছু ছেলে আছে যারা ত্রুটিতে আক্রান্ত।’ প্রতিপক্ষদের পরিস্থিতি, অবস্থান ব্যাখ্যা করে মরিনহো বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী। আমরা অনেক বেশি খুশি নিজেদের কাজ নিয়ে। আমি নিশ্চিত অচিরেই ভাল ফলাফল আসবে এবং আমাদের ভাগ্যের পরিবর্তন হবে।’
×