ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বপ্নের সমাপ্তির আশায় মারে

প্রকাশিত: ০৬:২৯, ২০ নভেম্বর ২০১৬

স্বপ্নের সমাপ্তির আশায় মারে

স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বলডনের দ্বিতীয় শিরোপা জয়। তারপর রিও অলিম্পিকের স্বর্ণপদক। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার অবিস্মরণীয় কীর্তি। নোভাক জোকোভিচকে হটিয়ে ক্যারিয়ারের প্রথমবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল। যেন দীর্ঘদিন ধরেই দেখে আসা স্বপ্নের বাস্তবায়ন। বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ট্যুর ফাইনালসেও ছুটছেন নিজের মতো করেই। তার লক্ষ্য এখন চ্যাম্পিয়ন হয়েই মৌসুম শেষ করা। শুক্রবার স্টানিসøাস ওয়ারিঙ্কার মুখোমুখি হয়েছিলেন ব্রিটিশ টেনিস তারকা এ্যান্ডি মারে। সুইজারল্যান্ডের এই টেনিস তারকাকে সরাসরি সেটে পরাজিত করে এটিপি ট্যুর ফাইনালসের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান। শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচে এ্যান্ডি মারে ৬-৪ এবং ৬-২ গেমে ওয়ারিঙ্কাকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেন। লন্ডনের ও২ এ্যারিনাতে স্টানিসøাস ওয়ারিঙ্কাকে পরাস্ত করতে মারে সময় নেন মাত্র ৮৬ মিনিট। এই জয়ের ফলে নিজ গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করলেন মারে। অপর গ্রুপে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ শীর্ষস্থানে থাকায় শেষ চারে আর তাদের মুখোমুখি হওয়ার কোন সম্ভাবনা নেই। সেমিফাইনালে ২৯ বছর বয়সী মারের প্রতিপক্ষ কানাডার মিলোস রাওনিক। ওয়ারিঙ্কা পরাজিত হওয়ায় মারের সাথে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে উঠেছেন জাপানের টেনিস তারকা কেই নিশিকোরি। অপর সেমিফাইনালে নিশিকোরির প্রতিপক্ষ জোকোভিচ। ২০১৪ সালের সেমিফাইনালে এই সার্বিয়ান তারকার কাছে পরাজিত হয়েই বিদায় নিয়েছিলেন নিশিকোরি।
×