ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চে জয় দেখছে কিউইরা

প্রকাশিত: ০৬:২৩, ২০ নভেম্বর ২০১৬

ক্রাইস্টচার্চে জয় দেখছে কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের পথে স্বাগতিক নিউজিল্যান্ড। পাকিস্তানকে ১৩৩ রানে গুঁড়িয়ে দেয়ার পর প্রথম ইনিংসে ঠিক ২০০ রানে থামে কেন উইলিয়ামসনের দল। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১২৯ রানেই সফরকারীদের ৭ উইকেট তুলে নিয়েছে কিউইরা। সব মিলিয়ে পাকিস্তানের লিড মাত্র ৬২ রানের। স্বীকৃত ব্যাটসম্যান বলতে ৬ রান নিয়ে ক্রিজে আসাদ শফিক। ব্যক্তিগত ২২ রানে তার সঙ্গী সোহেল খান। শেষ ৩ উইকেট নিয়ে চতুর্থদিনে আজ অতিথিরা স্কোরটাকে কতদূর টেনে নিতে পারে সেটিই দেখার অপেক্ষা। অথচ বৃষ্টির জন্য প্রথমদিন একটি বলও মাঠে গড়ায়নি। সে অর্থে দুইদিনেই দু’দলের ২৭ উইকেটের পতন হয়েছে। যাতে বোলারদের দাপটটা স্পষ্ট। তুখোড় সব পেসারদের উজ্জ্বল পারফর্মেন্সের মাঝে নিজেকে আলাদা করে রেখেছেন কলিন ডি গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ডের হয়ে অভিষেকে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন জিম্বাবুইয়ান বংশোদ্ভূত এই মিডিয়াম ফাস্ট বোলার। নিজেরা ১৩৩ রানে গুটিয়ে গেলেও প্রথম ইনিংসে কিউদের ২০০’র মধ্যে বেঁধে রেখে বোলাররা পাকিস্তানকে ঠিকই ম্যাচে ধরে রেখেছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং ব্যর্থতাই মিসবাহ-উল হকদের হারের ক্ষেত্র তৈরি করে দিয়েছে। ৬৭ রানে পিছিয়ে থেকে দলীয় ২১ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৭ রান করে গ্র্যান্ডহোমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সামি আসলাম। দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ ৩৭ রান যোগ করে আজহার আলি ও বাবর আজম প্রতিরোধের সাময়িক চেষ্টা করেছিলেন। ২৯ রানে বাবর ফেরার পর আর পথ খুঁজে পায়নি পাকিস্তান। এবার অতিথি শিবিরে ধস নামিয়েছেন ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার। দু’জনে মিলে নিয়েছেন ৫ উইকেট, ওভার প্রতি তারা রান দিয়েছেন ১.২০ ও ১.৫০ করে। ১টি করে শিকার সাউদি ও গ্র্যান্ডহোমের। স্বাগতিক পেসারদের সামলাতে পুরোপুরি ব্যর্থ মিসবাহ ও তার সঙ্গীরা। পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। অধিনায়ক মিসবাহ আউট হয়েছেন ১৩ রান করে। দুই শিকারের পথে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন ওয়াগনার (২৬ টেস্টে)। ২৫ টেস্টে শত শিকারে সবার ওপরে গ্রেট রিচার্ড হ্যাডলি। ৩ উইকেটে ১০৪ রান নিয়ে তৃতীয়দিন শুরু করা কিউইদের ২০০তে গুটিয়ে দেয়ার কৃতিত্ব বোলারদের। ৪ উইকেট নিয়েছেন রাহাত আলি, ৩টি করে মোহাম্মদ আমির ও সোহেল খান। সর্বোচ্চ ৫৫ রান অভিষিক্ত জিত রাভালের। হেনরি নিকোলস করেন ৩০ রান। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ১৩৩/১০ (৫৫.৫ ওভার; মিসবাহ ৩১, সামি ১৯, আজহার ১৫, শফিক ১৬, সোহেল ৯, বাবর ৭, সরফরাজ ৭, ইয়াসির ৪*; গ্র্যান্ডহোম ৬/৪১, সাউদি ২/২০, বোল্ট ২/৩৯) ও দ্বিতীয় ইনিংস ১২৯/৭ (৬৬ ওভার; আজহার ৩১, বাবর আজম ২৯, মিসবাহ ১৩, সোহেল খান ২২*, সামি আসলাম ৭, শফিক ৬*, আমির ৬, ইউনুস ১; বোল্ট ৩/১৮, ওয়াগনার ২/২১) নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২০০/১০ (৫৯.৫ ওভার; রাভাল ৫৫, নিকোলস ৩০, গ্রান্ডহোম ২৯, সাউদি ২২, ওয়াগনার ২১, ওয়াটলিং ১৮, রস টেইলর ১১, উইলিয়ামসন ৪, লাথাম ১, টড এ্যাস্টল ০; রাহাত ৪/৬২, আমির ৩/৪৩, সোহেল খান ৩/৭৮) ** তৃতীয়দিন শেষে
×