ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কোহলি-পুজারার শতকে প্রথমদিন ভারতের

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ নভেম্বর ২০১৬

কোহলি-পুজারার শতকে প্রথমদিন ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ভেন্যু হিসেবে বিশাখাপত্তমের শুরুটা ভারতীয়দের জন্য স্মরণীয় হয়ে থাকল। সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এরপর ব্যাট হাতে নামার পর দুর্দান্ত এক সেঞ্চুরি করে অপরাজিত থেকেই দিনশেষ করলেন দলকে ভাল একটি অবস্থানে নিয়ে। কোহলির অপরাজিত ১৫১ রানের আগে দলীয় ২২ রানেই দুই উইকেট হারানো ভারতকে পথ দেখিয়েছে চেতেশ্বর পুজারার ১১৯ রানের ইনিংসটিও। এ কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমদিন শেষে ৪ উইকেটে ৩১৭ রান নিয়ে স্বস্তিতেই ঘরে ফিরেছে ভারতীয় দল। শেষ মুহূর্তে আজিঙ্কা রাহানের উইকেট হারানোর পর কোহলির সঙ্গে যোগ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ব্যাট করছেন ১ রান নিয়ে। সফরকারী ইংল্যান্ডের জন্য তাই ব্যর্থতার একটা দিনই কেটেছে টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হওয়া বিশাখাপত্তমের মাঠে। ‘একবার না পারিলে দেখ শতবার’Ñ স্পিনারদের নিয়ে এবার দ্বিতীয় পরীক্ষা ভারতীয় দলের। সেটার সুযোগ আরও অবারিত হয়ে গেল কোহলি টস জিতে ব্যাটিং নেয়ার পর। কারণ টেস্ট ক্রিকেটে অগ্নিপরীক্ষার সমান চতুর্থ ইনিংসটা এখন ইংলিশদের ব্যাট করতে হবে। ২০০৩ সালে বিশাখাপত্তমের ভিজগে এ স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালের সেপ্টেম্বরে টি২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিযান শুরু। তবে এখন পর্যন্ত মাত্র ২ টি২০ আর ৭ ওয়ানডে হয়েছে এ ভেন্যুতে। এবার টেস্ট অভিযান শুরু করল স্টেডিয়ামটি। এ ম্যাচে লেগস্পিনার অমিত মিশ্রকে ছাড়াই একাদশ গড়েছে ভারত। অথচ এই প্রথম কোন টেস্টে ভারতের বিরুদ্ধে ৭ বাঁহাতি নিয়ে কোন দল একাদশ সাজিয়েছে। ইংল্যান্ড দলে খেলছেন ৭ বাঁহাতি। ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। দিনের দ্বিতীয় ওভারেই সাফল্য তুলে নেয় ইংল্যান্ড। গৌতম গাম্ভীরকে বাদ দিয়ে লোকেশ রাহুলকে ফেরানো হয়েছিল। কিন্তু কোন রান না করেই স্টুয়ার্ট ব্রডের শিকারে পরিণত হন তিনি। পঞ্চম ওভারে আরেকটি আঘাতে ব্যাকফুটে পড়ে যায় ভারতীয়রা। এবার অপর ওপেনার মুরালি বিজয়কে ফিরিয়ে দেন জেমস এ্যান্ডারসন। বাংলাদেশ সফর ও ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে পারেননি এ পেসার। ফিরেই সফল হলেন তিনি। বিজয় দারুণ স্বাচ্ছন্দ্য নিয়েই খেলছিলেন। কিন্তু তিনি ২১ বলে ৪ চারে ২০ রান করে সাজঘরে ফেরেন। এরপর অবশ্য বিপদ বাড়তে দেননি পুজারা ও কোহলি। ইংলিশ বোলারদের ঘাম ঝরিয়েছেন দু’জনে। তৃতীয় উইকেটে ২২৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন তারা। ফলে ইংলিশদের শুরুর সাফল্য ম্লান হয়ে যায়। চা বিরতি পর্যন্ত পুরো একটা সেশন ইংলিশ বোলারদের হতাশায় পোড়ান পুজারা-কোহলি। চা বিরতির আগেই উভয়ে সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন। কিন্তু অযাচিত এক ঘটনায় আম্পায়াররা বাধ্য হন আগেভাগে চা বিরতি দিতে। মাঠে প্রবেশ করে একটা কুকুর। গ্রাউন্ডসম্যানরা অনেক চেষ্টা করেও দীর্ঘক্ষণ ধরে কুকুরটাকে বের করতে পারেনি। সময় বাঁচাতে আম্পায়াররা আগাম বিরতি দিয়ে দেন। এই বিরতির পর অবশ্য মনোসংযোগে চিড় ধরেনি পুজারা কিংবা কোহলির। শতকে পৌঁছানো থেকে তাদের বিরত করতে পারেনি ইংলিশ বোলাররা। এটি কোহলির ক্যারিয়ারের ৫০তম টেস্ট। ইংলিশ ব্যাটসম্যান জো রুটেরও ৫০তম। মাইলফলকের এ টেস্টে কোহলি ক্যারিয়ারের ১৪তম শতক হাঁকালেন। আর পুজারাও নতুন এক মাইলফলক ছুঁয়েছেন। ৩৯তম টেস্টের ৬৭তম ইনিংসে তিনি ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। এটি ভারতের পক্ষে পঞ্চম দ্রুততম ৩ হাজার রান। শচীন টেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ও ৬৭ ইনিংস খেলেছিলেন। পুজারা ক্যারিয়ারের দশম শতক হাঁকিয়ে বেশিদূর যেতে পারেননি। ফিরে গেছেন ২০৪ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১৯ রানে। এরপর রাহানেও বেশিক্ষণ টিকতে পারেননি। এ্যান্ডারসনের তৃতীয় শিকারে পরিণত হন দিনের একেবারে শেষ ভাগে। নাইটওয়াচম্যান হিসেবে অশ্বিন যোগ দিয়েছেন কোহলির সঙ্গে। কোহলি ২৪১ বলে ১৫ চারে ১৫১ রান নিয়ে ব্যাট করছেন। দিনের প্রথম ও শেষ ভাগে এ্যান্ডারসনের ঝড় কিছুটা বিঘœ ঘটালেও ৪ উইকেটে ৩১৭ রান নিয়ে এখন পর্যন্ত এ টেস্টে দৃঢ় অবস্থানেই আছে ভারত। স্কোরকার্ড ॥ ভারত প্রথম ইনিংস- ৩১৭/৪; ৯০ ওভার (কোহলি ১৫১*, পুজারা ১১৯, রাহানে ২৩, বিজয় ২০, অশ্বিন ১*, রাহুল ০; এ্যান্ডারসন ৩/৪৪, ব্রড ১/৩৯)। * প্রথমদিন শেষে।
×