ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যেভাবে কাটছে শারাপোভার দিনকাল

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ নভেম্বর ২০১৬

যেভাবে কাটছে শারাপোভার দিনকাল

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক বছর ধরেই টেনিস থেকে নির্বাসনে মারিয়া শারাপোভা। মেলডোনিয়াম সেবনের কারণে জানুয়ারিতে সবধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক টেনিস থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হন রাশিয়ান তারকা। তবে নিষেধাজ্ঞার মেয়াদ ৯ মাস কমেছে তার। এর ফলে আগামী এপ্রিলেই টেনিস কোর্টে দেখা যাবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকাকে। তবে এই মুহূর্তে শারাপোভাকে টেনিস কোর্টে না দেখা গেলেও বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন। বুধবার তাকে দেখা গেল ক্যালিফোর্নিয়ার লস এ্যাঞ্জেলেসে। পোরশে ৯১১ আরএসআর-এর উদ্বোধনী শোতে। এ সময় অভিনেতা এবং কার ড্রাইভার প্যাট্রিক ডেম্পসের সঙ্গে কুনসুটিতেই মেতে উঠতে দেখা গেছে রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্লকে। এছাড়া টেনিস কোর্টের বাইরের সময়টা নিজের প্রোডাক্ট সুগারপোভার প্রচারণাতেও দেখা গেছে তাকে। এর আগে মঙ্গলবার টুইটারে ভক্তদের দারুণ এক সুখবর দিয়েছেন শারাপোভা। আগামী মাসেই পুয়ের্তোরিকোয় এক প্রদশর্নী ম্যাচ খেলবেন তিনি। যেখানে তার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন মনিকা পুইগকে। ২৩ বছর বয়সী মনিকা পুইগ এ বছরই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে। এটা শুধু তার ক্যারিয়ারেরই প্রথম নয় বরং পুয়ের্তোরিকোরই প্রথম অলিম্পিকের স্বর্ণপদক। তবে রিওতে নিজেকে দারুণভাবে মেলে ধরলেও বছরের বাকি সময়টাতে আর কোন টুর্নামেন্টে খুঁজে পাওয়া যায়নি তাকে। মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন, উহান ওপেন কিংবা বেজিং সর্বত্রই নিষ্প্রভ ছিলেন স্বর্ণপদক জয়ী মনিকা পুইগ। তবে এ বছরের ব্যর্থতা ঘুচিয়ে নতুন মৌসুমে নতুন করে শুরুর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সেক্ষেত্রে শারাপোভার বিপক্ষে প্রীতি ম্যাচটা অবশ্য তার জন্য খুব গুরুত্বপূর্ণ। আরও একবার শীর্ষসারির প্রতিযোগীর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তবে বেশি লাভবান হবেন শারাপোভাই। আবারও টেনিস কোর্টে নিজেকে দেখার সুযোগ পাচ্ছেন রাশিয়ান তারকা।
×