ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৬২৮ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৬:২৩, ১৮ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে ৬২৮ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। দিনটিতে রেকর্ড ডেটের কারণে ৩১টি কোম্পানির লেনদেন বন্ধ থাকলেও ডিএসইতে লেনদেনেও সামান্য উত্থান হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। উভয় বাজারেই পুরোদিন সূচকের ইতিবাচক প্রবণতা ছিল চোখে পড়ার মতো। তবে গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে দরবৃদ্ধি ও লেনদেনে আধিপত্য করা কোম্পানিগুলোর চাহিদা কমেছে। এর বিপরীতে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বেশকিছু নতুন কোম্পানি। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২১ কোটি টাকা বেশি লেনদেন। বুধবার ডিএসইতে ৬০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এবি ব্যাংক, গ্রামীণফোন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কাসেম ড্রাইসেল, আরএকে সিরামিক, শাশা ডেনিমস, গোল্ডেন হার্ভেস্ট, ফরচুন সুজ, আরএসআরএম স্টিল ও স্কয়ার ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : নর্দান জুটস, ড্রাগন সোয়েটার, এবি ব্যাংক, মিথুন নিটিং, আনোয়ার গ্যালভানাইজিং, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, সিএমসি কামাল, আইএফআইসি ও আরএকে সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, ফরচুন সুজ, আরএকে সিরামিক, আফতাব অটোস, ন্যাশনাল ব্যাংক, বিডি থাই, অলিম্পিক এক্সেসরিজ ও ওরিয়ন ফার্মা।
×