ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু বৃহস্পতিবার

প্রকাশিত: ০৬:১৬, ১৬ নভেম্বর ২০১৬

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপের খেলাগুলো ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এবার বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম পর্বের পালা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ধাপ। চট্টগ্রাম পর্ব ২২ নবেম্বর শেষ হবে। ২৫ নবেম্বর থেকে তৃতীয় ও শেষ ধাপটি আবার ঢাকায় অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর মিরপুরে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এবার বিপিএলের চতুর্থ আসর। ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়েই চট্টগ্রাম পর্ব শুরু হবে। যদি সময়ের কোন পরিবর্তন না ঘটে তাহলে এখন পর্যন্ত দিনের ম্যাচ ২টায় ও রাতের ম্যাচ ৭টায় শুরু হওয়ার সময়সূচীই আছে। শুধু শুক্রবারের ম্যাচ দুপুরেরটা আড়াইটায় ও রাতেরটা সোয়া ৭টায় শুরু হবে। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচটি খেলবে রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচ হবে। প্রথম ধাপে ঢাকায় ১৩টি ম্যাচ হয়েছে। এবার চট্টগ্রামে হবে মোট ১১টি ম্যাচ। প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচসহ ২২টি ম্যাচ ঢাকায় শেষপর্বে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্বে খেলতে এরই মধ্যে দলগুলো চট্টগ্রামে চলে গেছে। অনুশীলনও শুরু করে দিয়েছে। এ পর্বে নামার আগে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস শুধু ৩টি করে ম্যাচ খেলেছে। ৭ দলের মধ্যে বাকি ৫ দলই ৪টি করে ম্যাচ খেলেছে। ঢাকা ডায়নামাইটস, বরিশাল বুলস ও খুলনা টাইটান্স আছে সবচেয়ে সুবিধাজনক স্থানে। তিন দলই তিনটি করে ম্যাচ জিতেছে। ৬ পয়েন্ট করে পেয়েছে। এরমধ্যে রানরেটে এগিয়ে থাকায় ঢাকা ডায়নামাইটস (+১.৬৫৭ রানরেট) আছে পয়েন্ট তালিকার শীর্ষে। এরপর বরিশাল বুলস (Ñ০.১২৭ রানরেট) দ্বিতীয় ও খুলনা টাইটান্স (Ñ০.৭০৯ রানরেট) তৃতীয় স্থানে রয়েছে। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়ে রংপুর রাইডার্স আছে চতুর্থ স্থানে। রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে। দুই দলই ২ পয়েন্ট করে পেয়েছে। রাজশাহী (৩ ম্যাচ খেলেছে) এক ম্যাচ কম খেলার সঙ্গে রানরেটেও (+০.১৪০) এগিয়ে থাকায় চিটাগাংয়ের (-০.২৪২) চেয়ে এগিয়ে রয়েছে। পয়েন্ট তালিকার তলানিতে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফি বিন মর্তুজার দল বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু এবারের আসরে দলটি ‘যাচ্ছে-তাই’ খেলা প্রদর্শন করছে। আর তাতে করে চার ম্যাচের মধ্যে সবকটিতে হেরেছে। মাশরাফির দলের দিকেই তাই এবার বেশি নজর থাকবে। চট্টগ্রামে কুমিল্লার তিনটি ম্যাচ রয়েছে। প্রতিটি দলই ডাবল লীগ পদ্ধতির এ টুর্নামেন্টে ১২টি ম্যাচ খেলবে। মাশরাফির দল যদি চট্টগ্রামেও সবকটি ম্যাচ হারে, তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার শঙ্কাতেই পড়ে যাবে। ৭টি ম্যাচ শেষ হবে দলের। সেক্ষেত্রে বাকি থাকবে আর ৫টি ম্যাচ। সেই ৫ ম্যাচে টানা জিতলেও লীগ পর্ব অতিক্রম করে পরের পর্বে খেলার সম্ভাবনা কমই থাকবে কুমিল্লার। তাই ঢাকার বিপদ চট্টগ্রামে দূর করতে পারে কিনা কুমিল্লা সেদিকেই সবার দৃষ্টি থাকবে। কুমিল্লা দলটির দিকে সবার চোখ থাকবে। দলটি মাশরাফির নেতৃত্বে খেলছে। আবার বর্তমান চ্যাম্পিয়নও। তবে চট্টগ্রাম পর্বে স্বাগতিক দল চিটাগাং ভাইকিংসকে নিয়েই বেশি উচ্ছ্বাস থাকবে। এ দলটিও বিপদের মধ্যেই আছে। কুমিল্লার পর চিটাগাংই সবচেয়ে বাজে খেলছে। শক্তিশালী দল নিয়েও এগিয়ে যেতে পারছে না। চট্টগ্রামে স্বাগতিক দলটি সবচেয়ে বেশি ৪টি ম্যাচ খেলবে। হোম ভেন্যুতে এখন চিটাগাং ভাগ্য বদল করতে পারে কিনা তাই দেখবে সবাই। রাজশাহী দলটিও শক্তিশালী দল। কিন্তু দুর্ভাগ্যক্রমে শুধু অল্প ব্যবধানে হেরে যাচ্ছে। অথচ দলটি শক্তিশালী ঢাকাকে হারিয়ে দিয়েছে। চট্টগ্রাম পর্বে রাজশাহীরও ভাগ্য বদলের সুযোগ রয়েছে। বাকি সব দলেরই তিন ম্যাচ করে রয়েছে। নিজেদের আরও এগিয়ে নেয়ার সুযোগও আছে। চট্টগ্রামেই আবার ‘ফিরতি লেগ’ও শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার শুরু হয়ে টানা ছয়দিন চট্টগ্রাম পর্বে খেলা চলবে। এরমধ্যে ২০ নবেম্বর আগের সূচীতে একদিন বিরতি ছিল। নতুন সূচীতে এইদিনেও খেলা হবে। প্রথম তিনদিন বৃষ্টিতে খেলা হয়নি। তাই নতুন সূচী ঘোষণা করতে হয়েছে। পুরনো সূচীতে প্রথম তিনদিনের মধ্যে বরিশাল-খুলনা যে ম্যাচটি ছিল, সেটি ২০ নবেম্বর অনুষ্ঠিত হবে। ২২ নবেম্বর চট্টগ্রাম পর্ব শেষ হবে। এরআগে ২১ নবেম্বর ঢাকা ও রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে ‘ফিরতি লেগ’ শুরু হবে। এরআগে আর একদিন পরই বৃহস্পতিবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব।
×