ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু শ্রীলঙ্কার

প্রকাশিত: ০৬:১৩, ১৫ নভেম্বর ২০১৬

জয় দিয়ে শুরু শ্রীলঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুইয়েকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। হারারেতে একতরফা ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে উপুল থারাঙ্গার দল। ৪১.৩ ওভারে মাত্র ১৫৪ রানে অলআউট হয় জিম্বাবুইয়ে। জবাবে ২৪.৩ ওভার খেলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ফেবারিট শ্রীলঙ্কা। জিম্বাবুইয়ের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ছয় নম্বরে নামা পিটার মুর। সঙ্গীদের ব্যর্থতার মাঝে ৩১ রান নিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর তিন ব্যাটসম্যানÑ চামু চিভাবা (১৮), ডোনাল্ড ত্রিপানো (১৯) ও তিনাশে পানিয়াঙ্গারা (১২)। অভিজ্ঞ এলটন চিগম্বুরা ১ রান করে আউট হন। লঙ্কার হয়ে আসেলা গুনারতেœ ৩, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ প্রত্যেকে নেন ২টি করে উইকেট। জয়ের পথে ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে মোটেই বেগ পেতে হয়নি। ১২ চারের সাহায্যে ৭৫ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন ওপেনার ধনঞ্জয়া ডি সিলভা। নিরোশান ডিকওয়েলা ৪১ ও কুশল পেরেরা করেন ২১ রান। ১টি করে উইকেট নিয়েছেন পানিয়াঙ্গারা ও চিভাবা। ম্যাচসেরা ধনঞ্জয়া ডি সিলভা। নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ও সহ-অধিনায়ক দিনেশ চান্দিমালের ইনজুরির কারণে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিচ্ছেন উপুল থারাঙ্গা। ত্রিদেশীয় সিরিজের অপর দল ওয়েস্ট ইন্ডিজ। বুধবার পরের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় পর্বে বাংলাদেশের সাকিব-ইসতিয়াক আন্তর্জাতিক জুনিয়র টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।’ সোমবারের খেলায় বালক এককে জিতে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে বাংলাদেশের মোঃ সাকিব এবং মোঃ ইসতিয়াক। সাকিব ভারতের চেরিস এলান জেমসকে ৬-০, ৬-১ এবং ইসতিয়াক চীনের গানজিন ওয়েনকে ৪-৬, ৬-৪, ৬-২ সেটে হারায়।
×