ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই ফুটবল, ডিপাইয়ের জোড়া গোলে হল্যান্ডের সহজ জয়, বেলজিয়ামের গোলোৎসব, সুইজারল্যান্ডের টানা চার জয়

রোনাল্ডোর রেকর্ডে পর্তুগালের জয়

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ নভেম্বর ২০১৬

রোনাল্ডোর রেকর্ডে পর্তুগালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে অনুজ্জ্বল থাকলেও জাতীয় দল পর্তুগালের হয়ে দুর্বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপীয় অঞ্চলের সবশেষ তিন ম্যাচে জাতীয় দলের জার্সিতে ৭ গোল করেছেন পর্তুগীজ অধিনায়ক। রবিবার রাতেও করেছেন জোড়া গোল। রোনাল্ডোর দুর্দান্ত নৈপুণ্যে ভর করেই বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন জয় তুলে নিয়েছে পর্তুগাল। অপ্রতিরোধ্য এই যাত্রার পথে এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ‘বি’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে হারিয়েছে লাটভিয়াকে। ম্যাচে পেনাল্টি মিস না করলে হ্যাটট্রিকের স্বাদও পাওয়া হয়ে যেত সি আর সেভেনের। তবে তাতে আক্ষেপ নেই সময়ের অন্যতম সেরা এই তারকার। দলের জয়েই তিনি বেজায় খুশি। অবশ্য জোড়া গোলেও অর্জনের কমতি হয়নি। রোনাল্ডো সাবেক তারকা গার্ড মুলার ও রবি কেনের সমান ৬৮টি আন্তর্জাতিক গোল করার গৌরবে ভেসেছেন। শুধু তাই নয়, ইউরোপের বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন রোনাল্ডো। পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কিও করেছেন সাত গোল। ইউরোপের শীর্ষ গোলদাতাদের তালিকায় রোনাল্ডো জার্মানির কিংবদন্তি মুলার ও গত আগস্টে আয়ারল্যান্ডের হয়ে অবসরে যাওয়া কেনের সঙ্গে চতুর্থ স্থানে অবস্থান করছেন। তাদের আগে থাকা তালিকার শীর্ষ তিন খেলোয়াড় হলেনÑ ফেরেন পুসকাস (৮৪), সান্ডোর কোসিস (৭৫) ও মিরোসøাভ ক্লোজা (৭১)। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চেয়ে ১২ গোল বেশি করেছেন রোনাল্ডো। বার্সিলোনার তারকার জাতীয় দলের হয়ে গোলসংখ্যা ৫৬। ‘বি’ গ্রুপে অবশ্য পর্তুগালকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে সুইজারল্যান্ড। সুইসরা টানা চতুর্থ জয় তুলে নিয়েছে। এবার ফারো আইল্যান্ডসকে নিজেদের মাঠে হারিয়েছে ২-০ গোলে। গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরি ৪-০ গোলে হারিয়েছে এ্যান্ডোরাকে। ‘এ’ গ্রুপে সহজ জয় পেয়েছে হল্যান্ড। ডাচ্রা ৩-১ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। আরেক ম্যাচে বেলারুশকে ১-০ গোলে হারায় বুলগেরিয়া। ‘এইচ’ গ্রুপে গোলোৎসব করেছে বেলজিয়াম। নিজেদের মাঠে বেলজিকরা ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারায় এস্তোনিয়াকে। গ্রুপের আরেক ম্যাচে সাইপ্রাস ৩-১ গোলে জিব্রাল্টারকে হারায়। গ্রীস ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ ১-১ গোলে ড্র হয়। লিসবনে স্বাগতিক হিসেবে বেশ দাপটের সঙ্গে ম্যাচ শুরু করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্র্তুগাল। ২৮ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন অধিনায়ক রোনাল্ডো। বিরতির আগে এক গোলেই এগিয়ে ছিল পর্তুগীজরা। দ্বিতীয়ার্ধের শুরুতে স্পট কিক থেকে রোনাল্ডো দ্বিতীয় সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়ানো হয়নি ইউরো চ্যাম্পিয়নদের। ৬৭ মিনিটে বদলি খেলোয়াড় আরটুরাজ জুজিনসের গোলে সমতা ফেরায় লাটভিয়া। কিন্তু ৭০ মিনিটে উইলিয়াম কারভালহো হেডে পর্তুগালকে এগিয়ে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ৮৫ মিনিটে রোনাল্ডোর দ্বিতীয় গোলের পরে অতিরিক্ত সময়ে ব্রুনো আলভেসের হেড গোলের ঠিকানা খুঁজে পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। রোমেলু লুকাকু ও ড্রিয়েস মারটেন্সের দুটি করে গোলের পাশাপাশি টমাস মেউনিয়ার, ইডেন হ্যাজার্ড, ইয়ানিক কারাস্কো ও ক্লাভানেসের আত্মঘাতী গোলের সৌজন্যে বেলজিয়াম বিধ্বস্ত করে এস্তোনিয়াকে। ফর্মহীনতায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার মেমফিস ডিপাইয়ের দুই গোলে লুক্সেবার্গের বিপক্ষে সহজ জয় পায় হল্যান্ড। ডাচ্দের হয়ে প্রথম গোল করেন বেয়ার্ন মিউনিখ তারকা আরিয়েন রোবেন। এরপর ৫৮ ও ৮৪ মিনিটে আরও দুই গোল করেন ডিপাই। ইতিহাস রচনা করতে গিয়ে কিছুটা পিছিয়ে পড়েছে জিব্রাল্টার। সাইপ্রাসের সঙ্গে পিছিয়ে পড়ে ৫১ মিনিটে সমতা ফেরায় তারা। কিন্তু শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে। ৫১ মিনিটে লি কাসসিয়ারোর করা গোলটি জিব্রাল্টারের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম এ্যাওয়ে গোল।
×