ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী অলক তরফদার

প্রকাশিত: ০৫:১৪, ১৫ নভেম্বর ২০১৬

সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী অলক তরফদার

স্টাফ রিপোর্টার ॥ অলোক তরফদার। সাতক্ষীরা জেলার শ্যামনগরের যতীন্দ্র নগর গ্রামের সন্তান। সাম্প্রতিক সময়ের অত্যন্ত সম্ভাবনাময় একজন সঙ্গীতশিল্পী। একাধারে তিনি গীতিকার, সুরকার ও কৃতী সঙ্গীতশিল্পী। বাবা শ্রী জয়পতি তরফদার গান লিখতেন এবং সুর দিয়ে গাইতেন। কাকা শ্রী রঘুনাথ তরফদারও স্বনাম ধন্য কণ্ঠ শিল্পী ছিলেন। তাই তার রক্তেও সঙ্গীতের ধারা। মূলত পারিবারিক অনুপ্রেরণায় অলকের সঙ্গীত সাধনা শুরু। সাধনার লক্ষ্যেই কলেজে পড়া কালীন সাতক্ষীরা কলধ্বনি সঙ্গীত একাডেমিতে ভর্তি হোন তিনি। সেখানে ওস্তাদ শ্রী প্রতাপ সরদারের হাত ধরে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। বর্তমানে বিশিষ্ট সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার ও কণ্ঠ শিল্পী অর্জুন বিশ্বাসের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন অলক। তবে স্কুল জীবন থেকেই নিজে গান লেখার পাশাপাশি সুর দিয়ে গাইতে শুরু করেন অলক। সেই থেকে এ পর্যন্ত আট শতাধিক গান লিখেছেন অলক। যার বেশিরভাগই সুর দিয়েছেন নিজে। তবে তার স্বপ্ন ছিল তার লেখা সুর করা গান তিনি এ্যালবাম আকারে বের করবেন। অলকের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। অচিরেই একটি একক এ্যালবাম আসছে অলকের। এরই ধারাবাহিকতায় গত দুর্গা পূজায় ‘মেয়েদের মন’ শিরোনামের একটি গান অলকের কণ্ঠে রেকর্ড হয়েছে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অর্জুন বিশ্বাস। গানটির ভিডিও চিত্রও নির্মাণ করা হচ্ছে। অলক জানান তার প্রথম এ্যালবামের সব গানের ভিডিও তৈরি করা হবে। এ্যালবামের জন্য পুরোদস্তুর সময় ব্যয় করছেন তিনি। আর এ এ্যালবামের জন্য তাকে সহযোগিতা করছেন নাট্য পরিচালক জিএম সৈকত। এ জন্য তার কাছে চির কৃতজ্ঞ অলক। অলকের গানের কথায় উঠে আসে মানুষ, সমাজ সচেতনতা ও দেশ। অলক রচিত ও সুরারোপিত গানগুলোর মধ্যে রয়েছে ‘বাই সাইকেল’, ‘আমি যুবক’, ‘টুকটুকে লাল শালী’, ‘মেয়েরা মন নেওয়া দল’, ‘বিনোদন বন্ধু অলোক’, ‘আমার মা’, ‘হে স্বাধীনতা তুমি’, ‘ভালবাসা কারে বলে জানতাম না আমি’, ‘তুমি গেছ কলকাতা আমি আছি ঢাকা’, ‘বলি ও রূপসী চলনা ঘুরে আসি’, ‘আমি আজ তোমায় ভুলিনি’, ‘গামছা ড্যান্স’, ‘বৌমা-শাশুড়ি’, ‘এক টানে দুই ক্ষতি হয়’ প্রভৃতি। অলক অলক শিল্পী ঐক্য জোটের একজন সদস্য। তার মিডিয়া জগতের গুরু শিল্পী ঐক্য জোটের আহ্বায়ক বিশিষ্ট নাট্য পরিচালক জিএম সৈকত। তার একান্ত অনুপ্রেরণায় জাতীয় পর্যায়ে কাজ করার স্বপ্ন দেখছেন তিনি। এ স্বপ্ন বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন অলক। যাতে তিনি ভাল ভাল কথা ও সুরের গান শ্রোতা-দর্শকদের উপহার দিতে পারেন। অলক তার মেধা, নিষ্ঠা এবং যোগ্যতার মাধ্যমে এগিয়ে যাবেন তার স্বপ্নের পথে সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য শুভ কামনা।
×