ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রাহকদের বিড়ম্বনা এড়াতে জাতীয় সঞ্চয় অধিদফতর শীঘ্রই সারাদেশে ইএফটি নেটওয়ার্ক চালু করবে

প্রকাশিত: ০৬:১১, ১৪ নভেম্বর ২০১৬

গ্রাহকদের বিড়ম্বনা এড়াতে জাতীয় সঞ্চয় অধিদফতর শীঘ্রই সারাদেশে ইএফটি নেটওয়ার্ক চালু করবে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জাতীয় সঞ্চয় অধিদফতর শীঘ্রই ই-সেভিংস সফটওয়্যারের মাধ্যমে তিনটি পর্যায়ে সারাদেশে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) নেটওয়ার্ক চালু করবে। তা চালু হলে সঞ্চয়পত্রের গ্রাহকদের জাতীয় সঞ্চয় ব্যুরো/অফিস, রাষ্ট্রায়াত্ত ও বেসরকারী ব্যাংক, ডাকঘরে গিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষার বিড়ম্বনা পোহাতে হবে না। গ্রাহকদের ব্যাংকের হিসাবে সঞ্চয়পত্রের লভ্যাংশ নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে। যা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। রবিবার সকালে বগুড়ায় জাতীয় সঞ্চয় অধিদফতর ঢাকার উদ্যোগে বাংলাদেশ ব্যাংক বগুড়া অঞ্চলের আওতাধীন বাণিজ্যিক ব্যাংক ডাকঘর ও সঞ্চয় অফিস সমূহের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংক বগুড়ার প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালায় বগুড়া অঞ্চলের তিন জেলার বিভিন্ন ব্যাংক ডাকঘর সঞ্চয় অফিসের অন্তত ৫০ কর্মকর্তা অংশগ্রহণ করেন। জাতীয় সঞ্চয় অধিদফতরের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক রাজিয়া বেগমের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান, ডাক অধিদফতর ঢাকার পরিচালক (সঞ্চয় ও বীমা) আনন্দ মোহন দত্ত। কর্মশালায় অধিদফতর বগুড়া ব্যুরো/অফিসের সহকারী পরিচালক হোসনে আরা বেগম স্বাগত বক্তব্য রাখেন।
×