ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

প্রকাশিত: ০৬:০৮, ১৩ নভেম্বর ২০১৬

সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের  নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শ্রম পরিচালকের নির্দেশ উপেক্ষা এবং গঠনতন্ত্র আমলে না নিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করায় সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচনে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। কর্মচারীদের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে মনগড়া ভোটার লিস্ট তৈরি করেছে বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি। এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে টানানো হয়েছে পোস্টার। জানা গেছে, সাধারণ বীমা কর্পোরেশনের আওতাধীন একটি শ্রমিক সংগঠন সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। সংগঠনটির কার্যকরী পরিষদের মেয়াদ গত ১০ জুলাই শেষ হয়। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগেই কার্যকরী কমিটির সভা আহ্বান করে নির্বাচনের তারিখ ঘোষণার কথা থাকলেও ৫ মাস যাবত টালবাহানা শুরু করেন নেতারা। সম্প্রতি সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কার্যালয়ে গিয়ে সাধারণ কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করলে হট্টোগোল সৃষ্টি হয়। এ সময় দেয়ালে টানানো প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলে দেন ইউনিয়নের এক নেতা। কর্মচারীদের অভিযোগ, এ ঘটনায় প্রত্যক্ষ মদদ দিয়েছেন বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের এক নেতা জানান, ইউনিয়নের রেজিস্ট্রার্ড গঠনতন্ত্রের ২৪ ধারা অনুযায়ী কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগেই কার্যকরী কমিটির সভা আহ্বান করে নির্বাচনের তারিখ ঘোষণার কথা থাকলেও ৫ মাস যাবত টালবাহানা শুরু করে কমিটি। নির্বাচনের নতুন তারিখ দেয়া হলেও মনগড়া ভোটার লিস্ট তৈরি করা হয়েছে। যা নিয়ে ভোটারদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। যোগাযোগ করা হলে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসানকে পাওয়া যায়নি।
×