ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দুপুর ২টায় মুখোমুখি চিটাগাং ভাইকিংস-খুলনা টাইটান্স; সন্ধ্যা ৭টায় লড়বে ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স

মাহমুদুল্লাহ-তামিমের ঘুরে দাঁড়ানোর লড়াই

প্রকাশিত: ০৬:১১, ১২ নভেম্বর ২০১৬

মাহমুদুল্লাহ-তামিমের ঘুরে দাঁড়ানোর লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে এবার জয় দিয়ে শুরু করেছিল তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংস। হারিয়ে দিয়েছিল গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। পরের ম্যাচেই আবার পরাজয় দেখেছে চিটাগাং। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। আজ দুপুর ২টায় তামিমদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক হার দেখেছে নবাগত দলটি। তারাও চায় ঘুরে দাঁড়াতে। দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দু’দলই বিশাল জয় দিয়ে এবারের বিপিএল অভিযান শুরু করেছে। সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত আসরের রানার্সআপ বরিশাল বুলসের বিরুদ্ধে এবার বিপিএল অভিযান শুরু হয় সাকিবদের। এবার ব্যালান্সড দল গড়েছে ডায়নামাইটস। বিশ্বমানের বেশ কয়েকজন তারকায় পরিপূর্ণ একটি দল তাদের। সেটার প্রতিফলন দেখা গেল মাঠেও। বরিশাল বুলস কোন পাত্তাই পায়নি। ৮ উইকেটের বিশাল জয়ে দারুণ শুরু পায় ঢাকা ডায়নামাইটস। ব্যাটে-বলে নিজেদের দারুণ শক্তির প্রমাণ দিয়েছে তারা। দলে আছেন দুই কিংবদন্তি শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের মতো ক্রিকেটার। কিন্তু একাদশ সাজাতে হিমশিম অবস্থা সাকিবদের। সে কারণে জয়াবর্ধনের মতো ক্রিকেটারকেও সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে প্রথম ম্যাচে। দলের অধিনায়ক সাকিব অবশ্য আগেই আভাস দিয়েছিলেন কম্বিনেশন সাজাতে হয়তো অনেক ভাল ক্রিকেটারকেও বসে থাকতে হবে। প্রথম ম্যাচেই ওপেনার মেহেদি মারুফ চমক দেখিয়েছেন তার ব্যাটিং ঝড়ে। সে কারণে বাড়তি শক্তি যেন যোগ হয়েছে ডায়নামাইটসে। কাগজে-কলমে হিসাব কষলে হয়তো শক্তিমত্তায় ঢাকার চেয়ে কিছুটা পিছিয়েই আছে রংপুর রাইডার্স। কিন্তু দুর্দান্ত এক জয় দিয়ে অভিযান শুরু হয়েছে তাদের। এবার দারুণ শক্তিধর দল গড়া চিটাগাং ভাইকিংসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে দলটি। অথচ এবার বিপিএল শুরুর আগেই পারিশ্রমিক জটিলতার কারণে দলের ক্রিকেটাররা অনুশীলনে নামতেও গড়িমসি করেছিল। দলের মূলশক্তি স্পিন বোলিং আর টপঅর্ডার ব্যাটিং। বাঁহাতি স্পিনার আরাফাত সানি আর পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি তাদের ঘূর্ণিবলের ছোবলে খুলনা টাইটান্সকে চরম লজ্জা উপহার দিয়েছে তারা। বিপিএলের রেকর্ডে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪৪ রানে গুটিয়ে দেয়ার পর জিতেছে ৯ উইকেটে। পরে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ বিস্ফোরক এক ইনিংস উপহার দেন। এছাড়া সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির জামশেদদের মতো ব্যাটসম্যান আছে রংপুরে। তাই দারুণ উজ্জীবিত রংপুর আবার জিততেই উদগ্রীব থাকবে। একই ধরনের ভাগ্য বরণ করেছে চিটাগাং ভাইকিংস ও খুলনা টাইটান্স। জয় দিয়ে শুরুর পর আবার পরাজয় দেখেছে উভয় দল। এবার পরস্পরের সঙ্গে লড়াইÑ ঘুরে দাঁড়ানোর সুযোগ। কে জিতবেন তামিম-মাহমুদুল্লাহর এ লড়াইয়ে? বিপিএলের এবার শক্তিধর দল চিটাগাং। অবশ্য মূলশক্তি ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল এখনও যোগ দেননি। এরপরও তামিম, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিকদের নিয়ে ব্যাটিং বিভাগে বেশ শক্ত চিটাগাং। সেটা প্রথম ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লাকে ২৯ রানে হারিয়ে বুঝিয়েছে তারা। চলতি আসরে এখন পর্যন্ত ১৬১ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে চিটাগাং। অবশ্য পরের ম্যাচেই আবার দুর্ভাগ্যজনকভাবে ব্যাটিং ধস হওয়াতে ৯ উইকেটের করুণ পরাজয় হয়েছে তামিমদের। একই পরিস্থিতি খুলনারও। তবে মাহমুদুল্লাহ রিয়াদের দলটি প্রথম ম্যাচেও হারতে হারতে শেষ পর্যন্ত ৩ রানের কষ্টার্জিত জয় দিয়ে শুরু করেছিল। কিন্তু পরের ম্যাচে লজ্জাজনকভাবে ৪৪ রানেই গুটিয়ে যাওয়ার পর ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে। মাহমুদুল্লাহ চান ঘুরে দাঁড়াতে। উভয়দলেরই এবার দুঃসহ স্মৃতি ভুলে গিয়ে অনুপ্রেরণার জয় পাওয়ার সুযোগ।
×