ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্যাশন এখন সাদা কালো

প্রকাশিত: ০৬:৩৫, ১১ নভেম্বর ২০১৬

ফ্যাশন এখন সাদা কালো

শুধু পোশাকের কথা বলাটা অবশ্য ভুল হবে। কারণ, পোশাকের সঙ্গে সঙ্গে এর রংটাও বহন করে যেন গুরু দায়িত্ব। আধুনিক সময়ে ফ্যাশনপ্রেমীরা নতুন নতুন পোশাক যেমন ভালবাসে তেমনি ভালবাসে পোশাকের রংটাও। ফ্যাশন বলে কথা। যেনতেন রং তো আর যায় না! এসব বিষয়ে খেয়াল করতে গিয়ে কেন জানি তরুণ-তরুণীদের বারবারই কাছে টেনে নেয় সাদা কিংবা কালো রঙের পোশাক। বলা যেতেই পারে সাদা আর কালো রঙের সন্ধি যেন হৃদয় ছুঁয়ে যায় তরুণ-তরুণীদের। সাদা কালো খুব কমন রং হলেও কিন্তু ফ্যাশনপ্রিয়রা এই কমন রঙের পোশাকের মাঝেই কিভাবে যেন খুঁজে পায় এক ভাললাগার নতুনত্ব। বর্তমান তারুণ্যনির্ভর সময়ে সবার পছন্দের তালিকায় টিশার্ট। এ যেন পোশাকের রাজত্বের এক রাজা। আর এই রাজার মুকুটটা যদি কিনা কালো বা সাদা রং দিয়ে সাজানো যায় তাহলে রাজাকে সত্যিই যেন রাজ্যের অধিকারী মনে হবে। টি-শার্টের মধ্যে পছন্দের রঙের সঙ্গে হালকা কাজ থাকলে তো আর কথাই নেই। বিশেষ করে মেয়েদের পছন্দমতো কারুকাজ যদি পোশাকে থাকে তাহলে এ যেন তাদের চায়ই। এদিকে ছেলেদের ফরম্যাল শার্টতো সাদা বা কালোর কম্বিনেশন হলে যেন অন্যরকম এক মাত্রা খুঁজে পায়। সাদা বা কালো শার্টের মধ্যে স্টেপ কাজও এক অভিজাত্য বহন করে। মেয়েদের পোশাকের ক্ষেত্রে সাদা বা কালো রঙের টপস কিংবা সালোয়ার-কামিজ যেন এক মাত্রাহীন ছোঁয়া। নিজেকে পছন্দের এসব পোশাকে ঢেলে সাজাতে পছন্দ করেন এখনকার ফ্যাশন সচেতনরা। আর তাইতো এসব রঙের ওপর বেশিই ঝোক সবার। সালোয়ার-কামিজ ওড়না সবই যদি ম্যাচিং করে নিজেকে সাজিয়ে নেয়া যায় তাহলে হয়ত চোখ ফেরানোই দায়! হারিয়ে ফেলা যায় নিজেকে রূপকথার রাজ্যে। কালো রঙের মাত্রাটা কম যায় না। তরুণদের গ্যাবাডিন বা জিন্সের কালার নেভি ব্লু থেকে অনেকটা কালোতে আসছে। অনেকেই পছন্দ করেন কালো রঙের প্যান্ট। মেয়েরাও জিন্স কিংবা কালো রঙের সালোয়ারই পরছে আজকাল। মনের মতো হলে এসব রং দিয়ে সাজিয়ে নিতে চান সবাই নিজেকে। বিভিন্ন মনোমুগ্ধকর ডিজাইন এসব পোশাককে এনে দিয়েছে ভিন্ন ভিন্ন মাত্রা। শুধু মনের ভিতরের রং আর পছন্দের ডিজাইনটা বের করে নিজেকে হারিয়ে ফেলবার যত দেরি! বর্তমানে ঢাকা শহরের মার্কেটগুলো ফ্যাশন প্রিয়দের সবার কথা চিন্তা করে যেমন পোশাকের স্টক সাজিয়ে বসেছেন। তেমনি পোশাকের রঙের কথাও কম ভাবছেন না তারা। নতুন নতুন ডিজাইনের এসব পছন্দের রঙের পোশাকও রেখেছেন বাহারী সাজে। ক্রেতারা যেন সহজেই পেয়ে যান তাদের পছন্দের পোশাকটি। যেহেতু সাদা ও কালো রঙের চাহিদা বেশি সেহেতু দোকানিরা এসব পোশাককে একটু আলাদাই গুরুত্ব দিচ্ছেন। পবিত্রতা আর শুদ্ধতার প্রতীকী বহন করে যেন সাদা আর কালো রং। পছন্দের রঙের পোশাকের মাধ্যমে নিজেকে সাজিয়ে যদি কিনা মনের ভিতরের রূপটা পোশাকেই বহন করে তাহলে মন্দ কি! পোশাকই তো নিজেকে মেলে ধরার প্রধান হাতিয়ার।
×