ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গেস্ট অব অনার...

প্রকাশিত: ০৬:১৮, ১১ নভেম্বর ২০১৬

গেস্ট অব অনার...

চেক রিপাবলিকের রাজধানী প্রাগের বিখ্যাত লুসারনা প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে এক জোড়া ছাগলকে ‘গেস্ট অব অনার’ করা হয়েছে। ভবনটির ছাদে আয়োজিত ওই অনুষ্ঠানে ছাগল দুটিকে ‘গেস্ট অব অনার’ করে নিয়ে যান সে দেশের সংস্কৃতিকর্মী অন্দ্রেস কোবজা। ছাগল দুটিও মনের সুখে ঘুরে বেড়িয়ে এবং শুয়ে সময়টা বেশ উপভোগ করে। -মেট্রো দশ হাজার বছরের প্রবাল! স্কটল্যান্ডের উত্তর-পশ্চিম সমুদ্রের এক হাজার মিটার গভীরে রয়েছে কোল্ড ওয়াটার কোরাল, যা ১০ হাজার বছরের পুরনো। এ সমুদ্রতল মলিন কর্দমাক্ত হলেও সেখানে রয়েছে শক্তিশালী প্রবাল প্রাচীরে ঘেরা সমৃদ্ধশালী প্রবালদ্বীপ। ব্রিটেনের সর্ববৃহৎ ও লোফেলিয়া পারতুসার প্রজাতির একমাত্র কোল্ড ওয়াটার কোরাল ডারউইন মাউন্ডস নামক প্রবালপ্রাচীর এক শ’ বর্গ কিমি এলাকাজুড়ে বিস্তৃত। এটি সৃষ্টি হয়েছে বরফ যুগের শেষ থেকে। এর এক হাজার তিন শ’ জীববৈচিত্রের মধ্যে কালো প্রবালও রয়েছে।৻টেলিগ্রাফ
×