ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গসিপ

প্রকাশিত: ০৬:৩০, ১০ নভেম্বর ২০১৬

গসিপ

জীবনে বাকি দুই ছবি কোয়েন্টিন টারান্টিনো। মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। তিনি অবশ্য কিউ নামে পরিচিত। ১৯৮৭ সালে ‘মাই ফ্রেন্ডস বার্থডে’ চলচ্চিত্রের মাধ্যমে সারা পৃথিবীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন। নিজের অনেক পরিচয়ের মধ্যে নির্মাতার পরিচয় দিতে বেশি স্বাছন্দ্যবোধ করেন। এই ক্ষেত্রে মৌলিক চিত্রনাট্যের জন্যে দুটি অস্কার ছাড়াও দুটি গোল্ডেন গ্লোব, দুটি বাফটাসহ অর্জন করেছেন বহু আন্তর্জাতিক পুরস্কার। ১৯৯৪ সালে ‘পাল্প ফিকশনের’র মাধ্যমে গোটা চলচ্চিত্রের ভাষাই বদলে দিয়েছিলেন কিউ। তিনি বলেছিলেন ১০ ছবির পর আর চলচ্চিত্র নির্মাণ করবেন না। ইতোমধ্যে তার ৮ ছবি নির্মিত হয়েছে। আর দুটি ছবির পর চলচ্চিত্র থেকে অবসর নিবেন। পাশাপাশি আশা প্রকাশ করেছেন দশম ছবিটা হবে তার সেরা গল্পে। কঠোর শ্রম ও পূর্ণ মনোযোগের সমন্বয়ে বাকি ছবির কাজ শেষ করবেন এই বিশ্বনন্দিত নির্মাতা। অস্কারে সোনুসুদের এ্যাডভেঞ্চার বলিউডে অতিউজ্জল না হলেও দেশের বাইরে অন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজের নাম অতিউজ্জ¦ল করতে চলেছেন বলিউড অভিনেতা সোনুসুদ। তামিল তেলেগু ও হিন্দী ভাষায় দীর্ঘদিন ধরে অভিনয় ও প্রযোজকের কাজ করছেন সোনু। সাফল্য বলতে কেবল ২০১২ সালে দাবং ছবিতে নেতিবাচক চরিত্রের সুবাদে আইফা ‘বেস্ট অ্যাক্টর পারফমেন্স’ এ্যায়ার্ড-অর্জনই ছিল সার। বলিউডে এমন রুগ্ন অর্জন সত্ত্বেও সুযোগ পেয়েছেন চীনা চলচ্চিত্রে। তা আবার ঐতিহাসিক এ্যাডভেঞ্চার ফিল্মে। আসল কথা হলো সুদ অভিনীত ‘জুয়ানজ্যাং’ ছবিটি সেরা বিদেশী ছবি ক্যাটাগরিতে ৮৯তম এ্যাকাডেমি এ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে। তাঁর অভিনীত হর্ষ চরিত্র ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। সম্প্রতি নিজের লুক টুইট করেছেন সোনু। এছাড়াও জ্যাকি চ্যানের সঙ্গে ইন্দো-চাইনিজ প্রজেক্ট কুংফু যোগাতেও কাজ করছেন এই ভারতীয়। সোনু ছাড়াও আলি ফজল এবং নেহা শর্মা এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। কলকাতা চলচ্চিত্র উৎসব ১১ নবেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে বাইশতম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। এই প্রথম কোন বাংলা ছবি দিয়ে উৎসব শুরু হবে । ছবির নাম ‘বেঁচে থাকার গান’। উৎসবের থিম- সংহতি। গত বাইশ বছর ধরে, সাড়া পৃথিবীর উল্লেখযোগ্য স্বল্প দৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হচ্ছে। ভারতীয় চলচ্চিত্র জগতের রথী-মহারথীরা উপস্থিত থাকেন এই উৎসবে। শুভারাম্ভের প্রদীপ প্রজ্বলিত করবেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সঙ্গে স্ত্রী জয়া বচ্চন। ভীষণ ব্যস্ততার কারণে গেল বছর আসব বলেও আসতে পারেনি বলিউড বাদশা। এ জন্য একটু অনুতাপ লক্ষ্য করা গিয়েছিল তার মধ্যে। এবার আসবেন। সঙ্গে বঙ্গশ্রী কাজল মুখার্জী, অজয় দেবগন ও সঞ্জয় দত্ত। শুক্রবার নবান্ন উৎসবে এক সাংবাদিক বৈঠকে আয়োজকরা এমন সব তথ্য নিশ্চিত করেছেন। উৎসব চলবে ১২-১৭ নবেম্বর। ৬৫ দেশের ১৫৫টি সিনেমা চলবে ১৩টি পর্দায়। পূর্ণ দৈর্ঘ্যরে পাশাপাশি থাকছে ১৩৬টি ডকুমেন্টারি। সব্যসাচী দাশ
×