ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিটাগাং ভাইকিংস ৯ উইকেটে পরাজিত

রংপুরের আয়েশি জয় শাহজাদ ঝড়ে

প্রকাশিত: ০৬:১৯, ১০ নভেম্বর ২০১৬

রংপুরের আয়েশি জয় শাহজাদ ঝড়ে

স্পোর্টস রিপোর্টার ॥ তামিম ইকবাল ছিলেন। ছিলেন ডোয়াইন স্মিথ ও শোয়েব মালিকও। তবুও একজনের দিকেই সব চোখ ছিল। তিনি পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদি। রংপুর রাইডার্সের হয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চতুর্থ আসরে খেলছেন। বল হাতে ৪ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেটও নেন। চিটাগাং ভাইকিংসের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ক্যাচও ধরেন। কিন্তু সবাই যে আফ্রিদির ব্যাটিং দেখতেই বেশি আগ্রহী। তা দেখার মিলবে কখন? তা ভাবতে ভাবতে আর আফ্রিদির ব্যাটিংই দেখা হলো না। আফগানিস্তান ওপেনার মোহাম্মদ শাহজাদ যে একাই ৫২ বলে ১১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে চিটাগাংকে হারিয়ে দিলেন। আফ্রিদিকে তো ব্যাট হাতে নামতেই দিলেন না শাহজাদ। নিজেই ধুন্ধুমার ব্যাটিং প্রদর্শন করে রংপুরকে ৯ উইকেটে জয় এনে দিলেন। তাও আবার ৩০ বল বাকি থাকতেই। রংপুরও টুর্নামেন্টে শুভ সূচনা করে ফেলল। টুর্নামেন্টের প্রথম দিনে প্রথম ম্যাচেই কী দুর্দান্ত খেলে চিটাগাং। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারায় অথচ দ্বিতীয় দিনেই অন্য চিটাগাংকে দেখার মিলল। ২০ ওভার পুরোও খেলতে পারেনি তামিমের চিটাগাং। ১৯.৪ ওভারে ১২৪ রান করে গুটিয়ে যায়। পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক ৩০ ও এনামুল হক বিজয় ২৫ রান করেন। এছাড়া চিটাগাংয়ের আর কোন ব্যাটসম্যানই ১১ রানের উর্ধে যেতে পারেনি। এতটাই করুণ দশা হয় চিটাগাংয়ের। রংপুরের বোলাররা চিটাগাং ব্যাটসম্যানদের পুরোটা ইনিংসই চাপে রাখে। স্কোরবোর্ডে রান জমা করতে দেয় না। সেই সঙ্গে উইকেটও পড়তে থাকে। সোহাগ গাজী ও ইংল্যান্ডের রিচার্ড গ্লিসন এর মধ্যে ২টি করে উইকেট শিকার করেন। রংপুর যে জিতবে, তা যেন চিটাগাং ইনিংসের পরই ধারণা হয়ে যায়। তাই হয়। ১ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১২৫ রান করে জয় পেয়ে যায় রংপুর। ৩৩ রানের সময় ১৮ রানে থাকা আফগানিস্তান হার্ডহিটার মোহাম্মদ শাহজাদের ক্যাচটি লুফে নিতে পারেননি মিলস। সুযোগটি পেয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন শাহজাদ। এমনকি ৪১ বলে অর্ধশতকও করে ফেলেন। শেষ পর্যন্ত ৮০ রানের দুর্দান্ত ইনিংসও উপহার দেন। শাহজাদের এমন ব্যাটিংয়ে ব্যাট হাতে নামার সুযোগই পেলেন না আফ্রিদি। তাতে কী দলের জয়ই মুখ্য। আর সেটি শাহজাদের ঝড়ো ব্যাটিংয়েই মিলে গেছে। স্কোর ॥ চিটাগাং ভাইকিংস-রংপুর রাইডার্স ম্যাচ টস ॥ রংপুর রাইডার্স (ফিল্ডিং)। চিটাগাং ইনিংস ১২৪/১০; ১৯.৪ ওভার (তামিম ১১, স্মিথ ১০, বিজয় ২৫, মালিক ৩০, অমি ৩, নবী ৫, জাকির ৯, মিলন ১১, রাজ্জাক ৪*, তাসকিন ১, মিলস ৫; সোহাগ ২/১৮)। রংপুর ইনিংস ১২৫/১; ১৫ ওভার (শাহজাদ ৮০*, সৌম্য ২৩, মিঠুন ১২*)। ফল ॥ রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মোহাম্মদ শাহজাদ (রংপুর রাইডার্স)।
×