ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিনন্দন-প্রশংসার জোয়ার

আর্জেন্টাইন তারকা মেসির ‘৫০০’ গোলের মাইলফলক

প্রকাশিত: ০৬:২১, ৮ নভেম্বর ২০১৬

আর্জেন্টাইন তারকা মেসির ‘৫০০’ গোলের মাইলফলক

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ড আর লিওনেল মেসি যেন একে অপরের পরিপূরক! পুরো ক্যারিয়ার জুড়েই স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনার হয়ে খেলছেন আর্জেন্টাইন অধিনায়ক। বছরের পর পর গৌরবময় সব রেকর্ডও গড়েছেন। রবিবার রাতে আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন ক্ষুদে জাদুকর। স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে গোল করে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সিলোনার হয়ে ‘৫০০’ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। এই ৫০০ গোলের সব অবশ্য প্রতিযোগিতামূলক ম্যাচে নয়। বার্সিলোনার ওয়েবসাইটের তথ্যমতে, এর মধ্যে ৩২০ গোল লা লিগায়। এজন্য খেলতে হয়েছে ৩৫৭ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লীগে গোল ৯০। খেেেছন ১০৯ ম্যাচ। ৩৯ গোল কোপা ডেল রেতে। এখানে খেলেছেন ৫৫ ম্যাচ। ১২ গোল স্প্যানিশ সুপার কাপে, ৫টি ফিফা ক্লাব বিশ্বকাপে ও ৩টি উয়েফা সুপার কাপে। সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সার হয়ে মেসির গোল ৫৪৫ ম্যাচে ৪৬৯। বাকি ৩১ গোল মেসি করেছেন প্রীতি ম্যাচে। প্রীতি ম্যাচ মিলিয়ে মেসির ৫০০ গোল হলেও প্রতিযোগিতামূলক ম্যাচেও এ মাইলফলক স্পর্শ করতে যে বেশি সময় লাগবে না তা বলাই বাহুল্য। যেভাবে এগিয়ে চলেছেন মেসি তাতে হয়ত ২৯ বছর বয়সী এ তারকা কয়েকমাসের মধ্যেই প্রতিযোগিতমূলক ম্যাচে গৌরবময় এ মাইলফলক স্পর্শ করবেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০০৫ সালের ১ মে আলবাসেটের বিপক্ষে রোনাল্ডিনহোর পাস থেকে বার্সিলোনার জার্সিতে প্রথম গোল করেছিলেন মেসি। সেটা ছিল শুরু। সেই মেসি সেভিয়ার বিপক্ষে ছুঁয়েছেন অনন্য মাইলফলক। মজার বিষয় হচ্ছে, ক্যারিয়ারে প্রথম গোলে অবদান ছিল ব্রাজিলিয়ান রোনির। এবার ৫০০ গোলেও অবদান আরেক ব্রাজিলিয়ান নেইমারের। নেইমারের দারুণ পাস থেকে পিছিয়ে থাকা বার্সাকে ম্যাচ সমতায় ফেরান মেসি। সেই সঙ্গে নিজে স্পর্শ করেন বার্সার হয়ে ৫০০ গোলের মাইলফলক। দারুণ কীর্তির সাক্ষী হওয়ার পর প্রশংসার জোয়ারে ভাসছেন মেসি। ম্যাচের আগেও মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি। ম্যাচের পরও তারকা এই ফরোয়ার্ডের বন্দনায় মাতেন সেভিয়া কোচ। বলেন, বিশ্বমানের মেসিকে আটকাতে পতিপক্ষের বেশি কিছু করার থাকে না। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রশংসা করেন সেভিয়াকে এগিয়ে যাওয়া গোল এনে দেয়া ভিটোলোও। দলটির সভাপতি বলেছেন, মেসি অন্য গ্রহের। সেভিয়া কোচ বলেন, যখন তার মতো খেলোয়াড় একটা ম্যাচকে গুরুত্বসহ নেয়, তখন তা প্রতিপক্ষের জন্য খুবই কঠিন হয়ে যায়। মেসি বিশ্বমানের খেলোয়াড় এবং যখন খেলা শুরু হয়, তাকে আটকাতে আপনি খুব অল্প কিছুই করতে পারেন। তার সতীর্থরাও একই রকম। আপনি যদি তাদের জায়গা দেন, তাহলে তারাও আপনাকে শাস্তি দেবে। ভিটোলোর দৃষ্টিতে মেসি সর্বকালের সেরা। তিনি বলেন, মেসিকে নিয়ে আমি আপনাদের নতুন কিছু বলতে যাচ্ছি না। আমার কাছে, সেই সর্বকালের সেরা। মেসির বন্দনায় সেভিয়া সভাপতি পেপে কাস্ট্রো। তিনি বলেন, প্রথমার্ধে আমরা সুযোগগুলো নিতে পারিনি। তাদের মেসি আছে, আমাদের নেই। সে অন্য গ্রহের। মেসির সতীর্থরাও তার মাইলফলক স্পর্শের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।
×