ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারবারকে সতর্কবার্তা গ্রাফের

প্রকাশিত: ০৬:২০, ৮ নভেম্বর ২০১৬

কারবারকে সতর্কবার্তা গ্রাফের

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছরটা স্বপ্নের মতো কেটেছে এ্যাঞ্জেলিক কারবারের। মৌসুমের প্রথম এবং শেষ গ্র্যান্ডসøাম জয়। রিও অলিম্পিক এবং ডব্লিউটিএ ফাইনালস। সেরেনা উইলিয়ামসকে হটিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল। যেন সোনায় মোড়ানো একটি মৌসুম পার করেছেন এ্যাঞ্জেলিক কারবার। তবে জার্মান তারকাকে সতর্কবার্তা দিয়ে রাখলেন তারই স্বদেশী টেনিসের জীবন্ত কিংবদন্তি স্টেফি গ্রাফ। সাফ জানিয়ে দিলেন, টেনিস কোর্টে সেরেনা উইলিয়ামস আরও শক্তিশালী হয়েই ফিরবেন। তাই কারবারকে ঠিক সেভাবেই প্রস্তুত নিতে বললেন স্টেফি গ্রাফ। টেনিস কোর্টে এককভাবে রাজত্ব করছিলেন সেরেনা উইলিয়ামস। গত মৌসুমেও তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু চলতি বছরেই তার প্রতিপক্ষ হিসেবে সামনে এসে দাঁড়ান এ্যাঞ্জেলিক কারবার। মৌসুমের শুরু থেকেই দেখা যায় এই দুই তারকার দ্বৈরথ। প্রথম গ্র্যান্ডসøাম অস্ট্রেলিান ওপেনের ফাইনালে মুখোমুখি হন সেরেনা-কারবার। যে লড়াইয়ে শেষের হাসি হাসেন কারবার। সেই সঙ্গে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়েরও স্বাদ পান তিনি। এরপর ফ্রেঞ্চ ওপেনে কিছুটা নিষ্প্রভ থাকলেও উইম্বলডনে ঠিকই ফাইনালে জায়গা করে নেন জার্মান তারকা। শিরোপার লড়াইয়ে এবার সেই চেনা প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামস। এবার আর কৃষ্ণকলির সঙ্গে পেরে উঠতে পারেননি কারবার। প্রথম গ্র্যান্ডসøামে পরাজয়ের মধুর প্রতিশোধটা বেশ ভালভাবেই নিয়ে নেন আমেরিকান টেনিস তারকা। সেই সঙ্গে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন তিনি। কারবারকে হারিয়ে ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান সেরেনা। স্পর্শ করেন টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২২ গ্র্যান্ডসøামজয়ী এ্যাঞ্জেলিক কারবারেরই স্বদেশী কিংবদন্তি স্টেফি গ্রাফের রেকর্ডকে। এর পরের সময়টাতে অবশ্য আর জ্বলে উঠতে পারেননি সেরেনা। তবে কারবারই ঠিকই ধরে রেখেছে তার পারফর্মেন্সের ধারাবাহিকতা। প্রথমবারের মতো অংশ নিয়েই ব্রাজিলের রিও অলিম্পিকের ফাইনালে জায়গা করে নেন তিনি। কিন্তু দুর্র্ভাগ্য তার। পুয়ের্তো রিকোর অখ্যাত মনিকা পুইগের কাছে হেরে স্বপ্ন ভঙ্গের বেদনায় ডুবেন তিনি। এরপর ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে টেনিস বিশ্বে নিজেকে শক্তিশালী হিসেবেই প্রতিষ্ঠিত করে ফেলেন কারবার। শুধু তাই নয়, বছরের শেষ বড় টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে সেরেনা উইলিয়ামসকে হটিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করে নেন ২৮ বছর বয়সী কারবার। তবে নাম্বার ওয়ান হিসেবে মৌসুম শেষ করতে যাওয়া কারবারকে সতর্কবার্তা দিয়ে দিলেন তারই স্বদেশী স্টেফি গ্রাফ। বলে দিলেন, নতুন মৌসুমে সেরেনা আরও শক্তিশালী হয়েই কোর্টে নামবেন। এ প্রসঙ্গে ২২ গ্র্যান্ডসøাম জয়ের মালিক স্টেফি গ্রাফ বলেন, ‘এই বছরটা নিশ্চিতভাবেই খুব বাজে কেটেছে সেরেনার। গ্র্যান্ডসøামে খেলতে প্রস্তুতি নেয়ার জন্য যত টুর্নামেন্ট খেলা দরকার সে ইচ্ছে করলেও সেগুলোতে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু সে খেলোয়াড় হিসেবে অপ্রতিরোধ্য। আসছে বছরে অবশ্যই রাজত্ব করার লক্ষ্য নিয়ে কোর্টে নামবে সে।’
×