ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৮, ৮ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন লেনদেনেও বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে ৩৫ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৬৫ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন। রবিবার ডিএসইতে ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ ডরিন পাওয়ার, কনফিডেন্ট সিমেন্ট, শাশা ডেনিমস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, কাসেম ড্রাইসেল, ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা বিডি ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ আর্গন ডেনিমস, সিভিও পেট্রো কেমিক্যাল, ডরিন পাওয়ার, শাশা ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, এমবি ফার্মা, ন্যাশনাল টি, আইপিডিসি, কোহিনূর কেমিক্যাল ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ আরডি ফুডস, ফাইন ফুডস, ডেসকো, অলটেক্স, তাল্লু স্পিনিং, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ার, ইউনাইটেড ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স ও মিরাকল ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, বিকন ফার্মা, কনফিডেন্ট সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল, আইপিডিসি ও বিএসআরএম লিমিটেড।
×