ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব রেকর্ড করেছে যে এমএমএস!

প্রকাশিত: ১৯:৪৭, ৭ নভেম্বর ২০১৬

বিশ্ব রেকর্ড করেছে যে এমএমএস!

অনলাইন ডেস্ক ॥ ভূ-পৃষ্ঠ থেকে ৭০ হাজার কিলোমিটার উচ্চতায় জিপিএস (GPS) সিগন্যাল স্থাপন করে বিশ্ব রেকর্ড করেছে নাসা'র ম্যাগনেটোস্ফেরিক মাল্টিস্কেল মিশন (MMS)। খবর জিনিউজের। মহাকাশে পাঠানো চারটি এমএমএস (MMS) স্পেসক্রাফটের মাধ্যমেই বিশ্বজুড়ে জিপিএস পরিষেবা প্রদান করা হয়। আর তা করতে গিয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়েছিল নাসাকে। প্রথম বছর থেকেই এমএমএস পৃথিবীর চুম্বকীয় শক্তির সম্পর্কে বিজ্ঞানীদের অনেকটাই ধারণা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন এই মহাকাশ গবেষণা কেন্দ্র। আগামীদিনে এমএমএস ব্যবহার করে জিপিএস পদ্ধতিকে আরও উন্নত করা সম্ভব বলেও জানায় নাসা।
×