ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন মুস্তাফিজ!

প্রকাশিত: ০৬:২৯, ৬ নভেম্বর ২০১৬

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন মুস্তাফিজ!

স্পোর্টস রিপোর্টার ॥ টানা ৬ ওয়ানডে সিরিজ জয়ের পর অবশেষে সপ্তম সিরিজে এসে হার দেখেছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ালেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল স্বাগতিকরা। সিরিজে বারেবারেই আফসোসটা ফিরে এসেছে- ‘ইস! যদি মুস্তাফিজ থাকতেন!’ তরুণ পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান গত বছর দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিযান শুরু করা এ বাঁহাতি পেসারের মূল অস্ত্র ‘কাটার’ ও ‘স্লোয়ারে’ বিপর্যস্ত হয়েছে সফরকারী দলগুলো। তার ভয়ানক বোলিংয়ে বাংলাদেশ সিরিজ জয় করেছিল ক্রিকেট পরাশক্তি পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সে কারণেই আফসোসটা বড় হয়েছে। ইনজুরির কারণে ইংল্যান্ডের সঙ্গে খেলতে পারেননি। আগস্টে কাঁধে অস্ত্রোপচার করানোর পর প্রাথমিকভাবে আগামী বছর ফেব্রুয়ারির আগে ফিরতে পারবেন না ক্রিকেটে এমনটাই বলা হয়েছিল। তবে আগামী মাসে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের প্রাথমিক দলেই ঠাঁই করে নিয়েছেন। ২৬ ডিসেম্বর সফরের প্রথম ম্যাচ হবে ওয়ানডে। তবে ওয়ানডে সিরিজ থেকেই খেলতে পারবেন মুস্তাফিজ এমনটা নিশ্চিত নয়। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলামের কথা থেকেই তা বোঝা গেল। ইনজুরিটা পুরনোই ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) টি২০ আসর চলার সময়ই কাঁধের সেই ইনজুরিটা ফিরে এসেছিল। পরে কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ইংলিশ কাউন্টি খেলতে সাসেক্স শার্কসে যোগ দেন এবং একটি ম্যাচও খেলেন তিনি। এবার ইনজুরিতে পড়ার পর চিকিৎসকদের পরামর্শে লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে গত ১১ আগস্ট কাঁধে অস্ত্রোপচার করানো হয়। তখন বলা হয়েছিল এ বছর আর ফিরতে পারবেন না তিনি ক্রিকেটে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় বেশ উন্নতি দেখিয়েছেন মুস্তাফিজ। সে কারণে গত মাস থেকেই শুরু করেছিলেন হালকা জিম, রানিং। ফিটনেস ঠিক রাখার জন্যই সেটা করা হয়েছিল। গত মাসের ২২ তারিখ থেকে বোলিংও শুরু করেন মুস্তাফিজ। তবে সেটা সফট বলে করানো হয়েছিল। পুরো বিষয়টা জাতীয় দলের ফিজিও বায়েজিদুলের অধীনেই চলছে। গত মঙ্গলবার আসল ক্রিকেট বলে বোলিং শুরু করেন মুস্তাফিজ। সে সময় বায়েজিদুল জানিয়েছিলেন ৬ সপ্তাহের মতো সময় লাগবে এ বাঁহাতি পেসারের পুরোপুরি সঠিক অবস্থায় ফিরতে। শুক্রবার রাতে আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলটিতে আছেন মুস্তাফিজও। সিরিজের প্রথমেই আছে তিন ম্যাচের ওয়ানডে যা শুরু হবে ২৬ ডিসেম্বর। তবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ শেষ হওয়ার দুয়েকদিন পরই এই প্রাথমিক দল অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করবে। গত আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। সেটাই ছিল বিপিএলে তার প্রথম অংশগ্রহণ। তার দল ফাইনালে ওঠেনি বটে, কিন্তু বল হাতে ঠিকই নিজের কাজটা সেরে নিয়েছিলেন। ১০ ম্যাচে তুলেছিলেন মোট ১৪ উইকেট। এবার ইনজুরির কারণে কোন দলই নেয়নি মুস্তাফিজকে, কারণ খেলতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজটাও মাঠের বাইরে থেকে দেখেছেন। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ২১ রানে আর তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে পরাজিত হয় স্বাগতিকরা। সে সময় মুস্তাফিজ না থাকার আক্ষেপ সঙ্গী হয়েছিল। তবে নিউজিল্যান্ড সফরে হয়তো সেই আক্ষেপ থাকছে না। ক্রিকেট বলে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার বোলিং করেছেন মুস্তাফিজ। অবশ্য ৩/৪ ওভারের বেশি বোলিং করতে পারেননি। বায়েজিদুল জানিয়েছিলেন সামর্থ্যরে ৫০ ভাগ দিয়ে বোলিং করতে পেরেছেন তিনি। শনিবারও বোলিং সেশন ছিল মুস্তাফিজের। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি। বায়েজিদ এ বিষয়ে বলেন, ‘তাকে আমরা নিউজিল্যান্ড সিরিজের জন্য তৈরি করছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ছয় সপ্তাহ পর সে মোটামুটি ভাল কন্ডিশনে থাকবে বলে আমার মনে হয় অর্থাৎ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত থাকবে। কিন্তু সবকিছুই নির্ভর করছে সে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারছে বোলিংয়ের সময়। এটার ভিত্তিতেই আমি কথাটা বলেছি। সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং ঠিকমতো সবকিছু যায় তাহলে এ সময়ের মধ্যেই মোটামুটি রিকভার করে আসবে। কিন্তু আজকের (শনিবার) দিনটা নষ্ট হয়েছে। বোলিং করানোর তারিখ ছিল, সেটা আবহাওয়ার কারণে পেছাতে হয়েছে। এটা কিন্তু ওই সময়ের সঙ্গে যোগ হবে। কারণ সময়মতো ঠিকভাবে কাজ না করতে পারলে তার ফিরে আসাটাও বিলম্বিত হবে।’ বায়েজিদের এ কথাতেই স্পষ্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরু থেকেই মুস্তাফিজের খেলা নিয়ে সংশয় আছে। কিন্তু প্রথম ওয়ানডে (২৬ ডিসেম্বর) হওয়ার আগে ৭ সপ্তাহ সময় পাচ্ছেন মুস্তাফিজ। সেক্ষেত্রেও ইনজুরি থেকে ফেরার পরই খেলতে নামবেন কিনা ‘কাটার মাস্টার’ খ্যাত এ পেসার সেটা সময়ই বলে দেবে।
×