ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টেলসার নতুন সব গাড়ি হবে স্বয়ংচালিত

প্রকাশিত: ০৬:৪৬, ৫ নভেম্বর ২০১৬

টেলসার নতুন সব গাড়ি হবে স্বয়ংচালিত

স্বয়ংচালিত গাড়ি তৈরির প্রতিযোগিতায় টেলসা কোম্পানি আরও এক ধাপ এগিয়ে গেছে। কোম্পানি ঘোষণা দিয়েছে এখন থেকে তাদের কারখানা থেকে বের হওয়া প্রতিটি নতুন গাড়িতে পুবোপুরি স্বয়ংক্রিয় ড্রাইভিং মোড সংবলিত হার্ডওয়্যার থাকবে। সম্প্রতি ঘোষিত টেলসা-৩ বৈদ্যুতিক গাড়িও তার অন্তর্ভুক্ত। বর্তমানের মডেল-এস ও মডেল-এক্সয়ের কোন কোনটিতে আগের থেকেই এই প্রযুক্তি সংযোজিত আছে। অবশ্য এই প্রযুক্তি থাকার অর্থ এই নয় যে, নতুন গাড়ি যারা কিনবে তারা প্রথম দিন থেকেই এই সুবিধা ভোগ করবে। তাদেরকে একটা বছর অপেক্ষা করতে হবে। কারণ এ সময়ের মধ্যে অরও অনেক কিছু পরীক্ষা করে দেখা হবে। স্বয়ংক্রিয় ব্যবস্থাটি কাজ করার জন্য প্রতিটি নতুন গাড়িতে ৮টি ক্যামেরা থাকবে যাতে করে গাড়ির চারপাশ থেকে ৩৬০ ডিগ্রিতে ভিজুয়াল ড্যাটা সংগ্রহ করা যায়। বাধা বা প্রতিবন্ধকতা নির্ণয়ের জন্য অতিরিক্ত এক ডজন আল্ট্রাসোনিক সেন্সর থাকবে। প্রাপ্ত সমস্ত ড্যাটা শীর্ষস্থানীয় গ্রাফিকস প্রসেসর দ্বারা চালিত অত্যাধুনিক কম্পিউটারে বিশ্লেষণ করা হবে। প্রতিদ্বন্দ্বী গুগল ও উবার নির্মিত স্বয়ংচালিত গাড়ির ছাদে লাগানো থাকে ঢাউস আকৃতির ক্যামেরা ও সেন্সর ব্যবস্থা। টেলসার এই গাড়িগুলো তেমন হবে না। এর হার্ডওয়্যার গাড়ির শরীরের ভিতরেই সংযুক্ত থাকবে। কোন কিছুই বেরিয়ে থাকবে না যাতে গাড়িগুলোকে দেখতে বাজে লাগে। স্বয়ংচালিত ব্যবস্থাটি পরীক্ষামূলকভাবে চালু করে সবকিছু খতিয়ে দেখার পর প্রথম দিকে নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যবহারকারীর ক্ষেত্রে সুযোগটি চালু করা হবে। পরে তা সারাবিশ্বে আরও বেশি খদ্দেরের ক্ষেত্রে প্রসারিত করা হবে। এরপর টেলসা এই সফটওয়্যারটি ধীরে ধীরে সকল গাড়িতে ‘শ্যাডো মোডে’ চালু করবে। এ সময় গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে চলবে না। তবে কম্পিউটার সত্যিই যদি গাড়ির নিয়ন্ত্রণ গ্রহণ করে সেক্ষেত্রে সেটি কিভাবে সিদ্ধান্ত নিতে পারে সে ব্যাপারে ইঞ্জিনিয়ারদের ড্যাটা যোগাবে। শেষ পর্যন্ত স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় চলতে দেখা যেতে এক বছর কি তারও বেশি সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে ২০১৭ সালের শেষ নাগাদ দেখা যাবে যে টেলসা স্বয়ংচালিত গাড়ি পরীক্ষামূলক ড্রাইভে লস এঞ্জেলেস থেকে নিউইয়র্ক পর্যন্ত অর্থাৎ যুক্তরাষ্ট্রের এ মাথা থেকে ও মাথা সম্পূর্ণ আপনা থেকেই চলছে।
×