ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেশা থেকে শিল্পতরু

প্রকাশিত: ০৬:৪০, ৫ নভেম্বর ২০১৬

নেশা থেকে শিল্পতরু

শিল্পী শেখ শিবলী কুড়িগ্রামের পরিচিত মুখ। মেধা আর অধ্যবসায়ের গুণে গড়ে তুলেছেন শিল্পতরু নামের আর্ট স্কুল। দেড় শতাধিক ছাত্রছাত্রী তার স্কুলে ছবি আঁকা শেখে। স্কুলের বয়স ২১ বছর পেরিয়েছে। এই স্কুলের অনেক ছাত্রছাত্রী ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। অনেক ছাত্রছাত্রী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছে। অথচ শিল্পী শিবলী নিজে কোন আর্ট স্কুলে পড়াশোনা করেননি। নেই কোন একাডেমিক স্বীকৃতি। তিনি স্বশিক্ষিত শিল্পী। এখনও নতুন নতুন বিষয় পড়াশোনা করে তাঁর ছাত্রছাত্রীদের তিনি শেখান। ছোটবেলায় পুরনো সাবান কেটে ভাস্কর্য তৈরির মাধ্যমে তাঁর শিল্পচর্চা শুরু। ছোট বেলায় প্রকৃতি, জীবজন্তু যা চোখে পড়েছে তাই তুলির টানে এঁকেছেন। আঁকা এক সময় নেশায় পরিণত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও অতৃপ্তি তাঁকে টেনে নিয়ে যায় রঙের ভুবনে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি এই শিল্প মাধ্যমের গভীরে যাওয়ার চেষ্টা করেন। বিভিন্ন শিল্পীর আঁকা ছবি এবং বই নিয়ে প্রচুর পড়াশোনা করেন। একটি দু’টি করে কয়েক শ’ ক্যানভাসে পড়ে তার তুলির আঁচড়। -রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম থেকে
×