ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবার সেই মুশফিক-তামিম লড়াই

প্রকাশিত: ০৬:৩৭, ৫ নভেম্বর ২০১৬

আবার সেই মুশফিক-তামিম লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ঝামেলায় জড়িয়েছিলেন বাঁহাতি মারকুটে ওপেনার তামিম ইকবাল। প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে বিকেএসপিতে হওয়া ম্যাচে আবাহনী অধিনায়ক তামিম আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণের জন্য পরে একটি ঘরোয়া ম্যাচে নিষিদ্ধ হন। সেই নিষেধাজ্ঞা বহাল আছে, কারণ এরপর কোন ঘরোয়া আসর খেলেননি। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দেবেন। আজ প্রথম ম্যাচে বরিশাল বুলসের বিরুদ্ধে তামিম খেলতে পারবেন? সূত্রমতে জানা গেছে ৫০ ওভারের ঘরোয়া ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হবে, টি২০ ফরমেটে নয়। তাই আজ মুশফিকুর রহীমের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট বিজয়ের ম্যাচের শেষ সেশনে মুশফিক মাঠে থাকলেও আনঅফিসিয়াল অধিনায়কত্ব করেছেন তামিম। এই মুশফিকের দল সিলেট সুপারস্টারসের বিরুদ্ধে গত বছর বিত-ায় জড়িয়েছিলেন তামিম। সেই মুশফিকের বিরুদ্ধেই মিশন শুরু করছে এবার শক্তিশালী দল গড়া ভাইকিংস। দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। গত আসরেও চিটাগং ভাইকিংস ভাল দল গড়েছিল। কিন্তু তামিমের দল তেমন সুবিধা করতে পারেনি। এবার কাগজ-কলমের হিসেবে সবচেয়ে শক্তিধর দল গড়েছে তামিমরা। কারণ এই দলটির হয়ে খেলবেন ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিকদের মতো টি২০ স্পেশালিস্টরা। এছাড়াও দেশী ক্রিকেটারদের মধ্যে আছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়রা। দলকে এবার সামঞ্জস্যপূর্ণ মনে করছেন তামিম। তিনি বলেন, ‘এ বছর আমার কাছে মনে হয় আমরা খুব ব্যালেন্স একটি দল তৈরি করেছি। দেশী ও বিদেশী ক্রিকেটারে দলটি বেশ সমৃদ্ধ। শেষবারও দল হিসেবে খারাপ ছিলাম না। এবার আরেকটু ভাল। যেটা আমি সবসময় বলে আসছি আমাদের দলগতভাবে মাঠে ভাল খেলতে হবে। আমি গত বছর ব্যক্তিগতভাবে ব্যাটিং ভাল করেছিলাম কিন্তু দল হিসেবে ভাল করতে না পারায় আমার পারফর্মেন্সের কোন মূল্য ছিল না।’ তবে শুরু থেকে অন্যতম নির্ভরতা ক্যারিবীয় ব্যাটিং সেনসেশন গেইলকে পাচ্ছে না চিটাগং। তার সঙ্গে কখনও ব্যাট করতে নামেননি তামিম। এবার মুখিয়ে আছেন গেইলের সঙ্গে ব্যাট করতে নামার জন্য। গেইল আসবেন বিপিএলের মাঝ সময়ে, ৪/৫টি ম্যাচ খেলবেন। কিন্তু তামিম গেইল নির্ভর হতে চান না। তিনি মনে করেন সবারই সমান গুরুত্ব আছে এবং যে কেউ দলের জন্য দারুণ কিছু উপহার দিতে পারে। গত আসরে তামিমের দলের সঙ্গে মুশফিকের সিলেট সুপারস্টারসের ঝামেলা হয়েছিল। অনিবন্ধিত খেলোয়াড় নিয়ে সুপারস্টারস নামার কারণে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন তামিম। বিপিএল শুরু হতেই সেই পুরনো দ্বন্দ্বটা চলে আসছে আলোচনায়। এবারও সেই মুশফিক-তামিম লড়াইয়ে উভয়েরই বিপিএল অভিযান শুরু। তামিম একটি ঘরোয়া ম্যাচে নিষিদ্ধ এমন খড়গ থাকলেও শেষ মুহূর্তে জানান হয়েছে শুধু ৫০ ওভারের ম্যাচে সেটা কার্যকর হবে। তাই তিনি খেলছেন। গত আসরে অধিনায়ক মুশফিক ব্যাট হাতে একাই লড়ে গেলেও বাকিদের ব্যর্থতায় হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন বারবার। কিন্তু এবার দল নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার টিম ভাল সামঞ্জস্যপূর্ণ। তিন চারজন যারা আছে তারা বিশ্বমানের। টি২০ ক্রিকেট অনেকে বলে পেস বোলারদের গেম, কিন্তু রেকর্ড ঘেঁটে দেখেন স্পিনারদের কিন্তু ইকোনমি অনেক কম এবং তারাই কিন্তু ভাইটাল হয়ে যায়। কালকে (আজ) আমাদের প্রথম ম্যাচ, আমরা ফোকাস রাখছি যেন জয় দিয়ে শুরু করা যায়। সত্যি বলতে কি আমাদের দলটা হয়তো কাগজে কলমে অত শক্তিশালী না। এমন কোন সুপার স্টারও নাই। তবে দল নিয়ে আমি অনেক খুশি। আমাদের যে সামর্থ্য অনুসারে নাম সেটার সুবিচার করতে পারলে ইনশাআল্লাহ ফলাফল আমাদের পক্ষে আসবে।’
×