ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকার সঙ্গে দেখা করলেন কিশোর ভক্ত পাওলাকজিচ

খেলায় মন নেই রোনাল্ডোদের!

প্রকাশিত: ০৬:২৫, ৪ নভেম্বর ২০১৬

খেলায় মন নেই রোনাল্ডোদের!

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না রিয়াল মাদ্রিদ। দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফর্মেও ভাটার টান। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ম্যাচে এ প্রমাণ মিলেছে আরেকবার। পোলিশ ক্লাব লেজিয়া ওয়ারশর সঙ্গে ৩-৩ গোলে ড্র করে স্প্যানিশ পরাশক্তিরা। ম্যাচটির পর রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, তার শিষ্যদের খেলায় হয়তো ঠিক মনযোগ নেই। ফরাসী কিংবদন্তি বলেন, এটা অদ্ভুত এক ম্যাচ ছিল, আমরা যা করতে চেয়েছিলাম তা করতে পারিনি। সবকিছুতেই সামান্য অভাব ছিল আমাদের, বিশেষ করে ঐকান্তিকতায়। ম্যাচটি শেষ পর্যন্ত আমরা হারিনি, আমার কাছে মনে হয় এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তার বদৌলতে নতুন জীবন পেয়েছিল ১৫ বছর বয়সী এক পোলিশ কিশোর। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তিন মাস কোমায় থাকার পর তার জ্ঞান ফিরেছিল রোনাল্ডোর গোলের ধারাবিবরণী শুনে। সি আর সেভেনের সঙ্গে সেই কিশোর ডেভিড পাওলাকজিচের সাক্ষাত হয়েছে। লেজিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে পোল্যান্ড যান রোনাল্ডো। সেখানেই দেখা হয় ভালবাসার ভক্তের সঙ্গে। ম্যাচের পর মা-বাবাকে নিয়ে রোনাল্ডোর সঙ্গে দেখা করতে গিয়েছিল পাওলাকজিচ। এ সময়ের অন্যতম সেরা ফুটবলারকে সামনা-সামনি দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কিশোরটি। পাওলাকজিচকে সুস্থ অবস্থায় দেখে রোনাল্ডোও খুব খুশি। রিয়াল মাদ্রিদের অফিশিয়াল টুইটার এ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে পর্তুগীজ তারকা লেখেন, তাকে ভাল অবস্থায় দেখে আমি খুবই খুশি। সে সুস্থ ও ভাল আছে। ভিক্টোরিয়ার বড় জয় হকি লীগে স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগে’ বড় জয় কুড়িয়ে নিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃহস্পতিবারের প্রথম খেলায় তারা ৮-১ গোলে ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবকে হারায়। জয়ী দলের সাগর ৩টি গোল করেন। এছাড়া জোড়া গোল করেন আবির জুনিয়র ও লিখন। ১টি গোল করেন শাওন। বিজিত দলের আজম একমাত্র গোলটি করেন। দ্বিতীয় খেলায় পিডব্লিউডি ২-১ গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারায়। জয়ী দলের মারজান এবং আকাশ ১টি করে গোল করেন। বিজিত দলের এনামুল একমাত্র গোলটি করেন। হারুনুর রশীদকে অভিনন্দন স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আখতার ডলী ও সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা। আরও অভিনন্দন জানিয়েছেন সম্মিলিত ক্রীড়া পরিবার।
×