ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘তারানা’য় মাইমশিল্পী নিথর মাহবুব

প্রকাশিত: ০৩:৩৯, ৩ নভেম্বর ২০১৬

‘তারানা’য় মাইমশিল্পী নিথর মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ সাটেলাইট মিডিয়ার যুগে দেশে এখন অনেক চ্যানেল। এসব চ্যানেলে অনেক অনুষ্ঠানের পাশাপাশি অসংখ্য নৃত্যানুষ্ঠানও হচ্ছে। তবে শুদ্ধ এবং পরিশীলিত নৃত্যানুষ্ঠান খুব কমই হয়। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে বিটিভির ‘তারানা’। বলা হয় বাংলাদেশের মৌলিক ও শুদ্ধ নৃত্যের অনুষ্ঠান ‘তারানা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী জুটি নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। আগামীকাল রাত সাড়ে ১০টায় বিটিভিতে প্রচার হবে ‘তারানা’র বিশেষ পর্ব। নৃত্যের বিষয় ছাড়াও এ পর্বের অতিথি মাইম আর্টের প্রধান ও দেশের তরুণ মাইম শিল্পী নিথর মাহবুব। অনুষ্ঠানটি নৃত্যের সংগঠন ও নৃত্য শিল্পীদের সমন্বয়ে তৈরি হলেও এই বিশেষ পর্ব সাজানো হয়েছে মাইম নিয়ে। অনুষ্ঠানে আলাপচারিতায় শিবলী ও নিপার সঙ্গে মাইম নিয়ে কথা বলেছেন নিথর মাহবুব। অনুষ্ঠানে আরও থাকছে মাইম সংগঠন মাইম আর্টের পরিচিতি ও নানা কার্যক্রম নিয়ে সচিত্র প্রতিবেদন। মাইম আর্টের শিল্পীদের একটি মাইম পরিবেশনাও এতে দেখানো হবে। এ পরিবেশনায় অংশ নিয়েছেনÑ নিথর মাহবুব, টুটুল, শুভ, সুধাংশু ও সবুজ। মাইম পরিবেশনাটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নিথর মাহবুব। এ প্রসঙ্গে শিবলী মহম্মদ বলেন, আমাদের এবারের একটি পর্বে মাইম আর্টকে সম্পৃক্ত করেছি। এর প্রধান কারণ হলো, মাইম এবং নৃত্য এই দুটি আর্টের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। নৃত্য যেমন ভাষাহীন শরীরের কাজ তেমনি মাইম আর্টও। আবার এ দুটি আর্ট একটা রিদমের ওপর চলে। অত্যন্ত সূক্ষ্মভাবেই শরীরে অঙ্গভঙ্গি সঞ্চালন করা হয়। এবারের পর্বে মাইম আর্টের প্রধান নিথর মাহবুব অতিথি হয়েছেন। মাইম নিয়ে তিনি বিস্তর আলোচনা করেছেন। যা থেকে একজন দর্শক-শ্রোতা অনেক কিছু জানতে পারবেন। তারানা অনুষ্ঠানটির সঙ্গে আমি দীর্ঘ নয় বছর ধরে আছি। এই দীর্ঘ পথ চলায়, আমি একটা কথা স্পষ্ট বলতে পারি- বাংলাদেশের মৌলিক ও শুদ্ধ নৃত্যের একটি অনুষ্ঠান ‘তারানা’। দেশে অনেক চ্যানেল রয়েছে, অনেক নাচের অনুষ্ঠান হয়। বিটিভির ‘তারানা’র মতো মৌলিক নাচের অনুষ্ঠান হয় না। নিথর মাহবুব বলেন, শিবলী ভাইকে অনেক ধন্যবাদ। তিনি নৃত্যশিল্পী হওয়ার পরেও আমাদের মাইমকে বিশেষ গুরুত দেয়ার জন্যে। তিনি অনেক আগে থেকেই বলেছিলেন যেহেতু নৃত্যে মাইমের ব্যবহার থাকে তাই তারাণায় আমার মাইম নিয়ে একটা কাজ করতে চান। অবশেষে কাজটি হয়েছে। কাজটি করতে পেরে খুবই ভাল লেগেছে। মাইম মূলত থিয়েটারেরই অংশ। সংলাপের অভিনয়ের চেয়ে এটি আরও কঠিন এবং পরিশ্রমের শিল্প। কিন্তু আমাদের নাট্যাঙ্গনে মাইমকে গুরুত্ব দেয়া হচ্ছে না। পথনাটক পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিবছর উৎসব করছে, এসব উৎসবে থাকে না মাইমের পরিবেশনা। সম্প্রতি শেষ হলো গঙ্গা-যমুনা নাট্য উৎসব, এখানে নাটক, আবৃত্তি, নৃত্যসহ সব মিলিয়ে দেশের ৫৩টি দলের অংশগ্রহণ থাকলেও ছিল না কোন মাইমের পরিবেশনা।
×